ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শান্তা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারী বলেন, ‘১২ বছর আগে পারিবারিকভাবে নাছির খান ও শান্তা আক্তার সাথীর দাম্পত্য জীবন শুরু হয়। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। নাছির খান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ভালোই চলছিল তাঁদের সংসার। সম্প্রতি নাছির খান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ সৃষ্টি হয়, পারিবারিকভাবে একাধিকবার সমঝোতা বৈঠকও হলেও সমাধান মেলেনি।’
তিনি আরও বলেন, ‘পরকীয়া থেকে স্বামীকে ফেরাতে না পারায় পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত শান্তা আক্তারের। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রথমে একই বাড়ির বাসিন্দা আবুল হোসেনের জিম্মায় নেওয়া হয়।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবসা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে শান্তা আক্তার সাথী (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শান্তা আক্তার ওই গ্রামের ছৈয়াল বাড়ির মো. নাছির খানের স্ত্রী ও দুই সন্তানের জননী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতে মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আজিজ পাটওয়ারী বলেন, ‘১২ বছর আগে পারিবারিকভাবে নাছির খান ও শান্তা আক্তার সাথীর দাম্পত্য জীবন শুরু হয়। তাঁরা দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। তাঁদের ঘরে দুই সন্তানের জন্ম হয়। নাছির খান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন, ভালোই চলছিল তাঁদের সংসার। সম্প্রতি নাছির খান অন্য একটি মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে কলহ সৃষ্টি হয়, পারিবারিকভাবে একাধিকবার সমঝোতা বৈঠকও হলেও সমাধান মেলেনি।’
তিনি আরও বলেন, ‘পরকীয়া থেকে স্বামীকে ফেরাতে না পারায় পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত শান্তা আক্তারের। শুক্রবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দেন এবং মোবাইলটি উদ্ধার করে প্রথমে একই বাড়ির বাসিন্দা আবুল হোসেনের জিম্মায় নেওয়া হয়।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, শান্তা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবসা প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একই সঙ্গে গলায় রশি পেঁচিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার রাতে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন উপজেলার গোতামারী ইউনিয়নের কুমার পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে...
১২ মিনিট আগেসোমবার মধ্যরাতে নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনের চিকিৎসা চলছে।
৩৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৬ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৭ ঘণ্টা আগে