মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ৯টায় নির্মাণশ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে মারা গেছে বলে ধারণা করছেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিণে বারিগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচতলা ভবনের কাজ চলছিল। লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।
আত্মীয়রা জানান, তাঁরা সকাল ৮টার দিকে বাড়ি থেকে বেরিয়ে কাজে যান। পরে বাড়ির মালিক তাঁদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ফোনে স্বজনদের খবর দেন।
বাড়ির মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম বলেন, ‘প্রতিদিনের মতো আমি তাঁদের কাজ দেখতে যাই। তাঁদের দেখতে না পেয়ে ফোন নম্বরে কল করলে ট্যাংকের পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে ট্যাংকের ভেতরে তাঁদের অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেই। ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানাই।’ আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা।
এলাকাবাসী জানান,৩ / ৪ বছর আগে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি কিনে বাড়ির কাজ করেন। এক মাস আগে ট্যাংকের কাজ শেষ হয়েছিল। মালিককে ফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার স্টেশনের ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন ধরে ওই দুই নির্মাণশ্রমিক এ ভবনের কাজ করছিলেন। সকালে সেপটিক ট্যাংক থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অস্ত্র, গুলিসহ মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় পাচারের জন্য জড়ো করে রাখা ৮৪ জনকে উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।
১ মিনিট আগেগাজীপুর সদর উপজেলা এলাকার ভোটারদের পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড এবং নির্বাচনী সিল উদ্ধার করা হয়। গতকাল রোববার রাতে সড়কের পাশে ফতুল্লা...
৩ মিনিট আগেশ্রমিকদের ন্যায্য বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু বাসের চালক-হেলপারসহ শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। জানা গেছে, আজ সোমবার সকাল থেকে এসব রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস...
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা...
২৯ মিনিট আগে