Ajker Patrika

চাঁদপুরে এক দিনে ৯৪ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, চাঁদপুর
আপডেট : ০৮ জুলাই ২০২১, ১১: ৪০
চাঁদপুরে এক দিনে ৯৪ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯০১। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র।

সূত্র জানায়, ভাষাবিদ এম ওয়াদুদ আরটিপিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫২টি নমুনার মধ্যে ২১ জনের করোনা পজিটিভ আসে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪০, মতলব দক্ষিণের ৩, মতলব উত্তরের ৩, হাজীগঞ্জের ১৩, ফরিদগঞ্জের ৮, হাইমচরের ৫, কচুয়ার ১৩ ও শাহরাস্তির ৯ জন রয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ১৬ শতাংশ।

একই দিনে সুস্থ হয়েছেন আরও ৫৫ জন। এর মধ্যে চাঁদপুর সদরের ২৫, মতলব দক্ষিণের ১, ফরিদগঞ্জের ১১, হাজীগঞ্জের ৫, হাইমচরের ৩, মতলব উত্তরের ১, কচুয়ার ১ ও শাহরাস্তির ৮ জন।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৯ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৫ হাজার ১১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৬১ জন। আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২০ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত