আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
জ্বরের সিরাপ খেয়ে নয়, প্রেমের জেরে পরিকল্পিতভাবে দুই শিশু ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহতদের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগমসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় লিমা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দুর্গাপুরের একই রাইস মিলে কাজ করেন শফিউল্লাহ ও লিমা বেগম। কিছুদিন আগেই তাঁরা পরকীয়ায় জড়ান। পরকীয়াকে বিয়েতে রূপ দেওয়ার ক্ষেত্রে দুই শিশুকে বাধা মনে করতেন তিনি। এরই জেরে মুরসালিন ও ইয়াসিনকে মেরে ফেলার পরিকল্পনা করেন। তিনি প্রেমিকের পরামর্শে তাঁর দেওয়া বিষ মেশানো মিষ্টি শিশুদের খাওয়ান। পরে ঘটনা আড়াল করার জন্য বাজার থেকে জ্বরের সিরাপ ‘নাপা’ কিনে এনে খাওয়ান মুরসালিন ও ইয়াসিনকে। আশপাশের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন ‘নাপা’ সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত লিমা বেগম মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে মুরসালিন ও ইয়াসিনকে খাইয়ে মেরে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আদালতে তিনি ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হয়েছেন। তাঁকে আদালতে হাজির করা হয়েছে। এ ঘটনায় শফিউল্লাহ পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত বেলা ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ’ খেয়ে শিশু দুটি মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী লিমা বেগমসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল বুধবার মামলা দায়েরের পর রাতেই পুলিশ লিমা বেগমকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টায় ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।
জ্বরের সিরাপ খেয়ে নয়, প্রেমের জেরে পরিকল্পিতভাবে দুই শিশু ইয়াছিন খান (৭) ও মোরসালিন খানকে (৫) মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছেন মা লিমা বেগম। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় নিহতদের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে লিমা বেগমসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় লিমা বেগমকে গ্রেপ্তার দেখিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে হাজির করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ দুর্গাপুরের একই রাইস মিলে কাজ করেন শফিউল্লাহ ও লিমা বেগম। কিছুদিন আগেই তাঁরা পরকীয়ায় জড়ান। পরকীয়াকে বিয়েতে রূপ দেওয়ার ক্ষেত্রে দুই শিশুকে বাধা মনে করতেন তিনি। এরই জেরে মুরসালিন ও ইয়াসিনকে মেরে ফেলার পরিকল্পনা করেন। তিনি প্রেমিকের পরামর্শে তাঁর দেওয়া বিষ মেশানো মিষ্টি শিশুদের খাওয়ান। পরে ঘটনা আড়াল করার জন্য বাজার থেকে জ্বরের সিরাপ ‘নাপা’ কিনে এনে খাওয়ান মুরসালিন ও ইয়াসিনকে। আশপাশের লোকজনকে বোঝানোর চেষ্টা করেন ‘নাপা’ সিরাপ খেয়ে তাদের মৃত্যু হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত লিমা বেগম মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে মুরসালিন ও ইয়াসিনকে খাইয়ে মেরে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া আদালতে তিনি ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য রাজি হয়েছেন। তাঁকে আদালতে হাজির করা হয়েছে। এ ঘটনায় শফিউল্লাহ পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত বেলা ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।
অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ’ খেয়ে শিশু দুটি মারা যায়। এ ঘটনায় ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।
এদিকে দুই শিশুর মৃত্যুর ঘটনায় বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে স্ত্রী লিমা বেগমসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল বুধবার মামলা দায়েরের পর রাতেই পুলিশ লিমা বেগমকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর থেকেই মুরসালিন ও ইয়াসিনের জ্বর আসে। পরে সন্ধ্যায় তাদের বাবা ইসমাইল হোসেন স্থানীয় দুর্গাপুর বাজারের মা ফার্মেসি থেকে নাপা সিরাপ কিনে নিয়ে আসেন। রাত ৮টায় ইয়াসিন ও মুরসালিনকে একই বোতল থেকে সিরাপ খাওয়ানো হয়। সিরাপ খাওয়ানোর পর রাত সাড়ে ৮টার দিকে দুজনের অবস্থা খারাপ হতে থাকে। তাদের মুমূর্ষু অবস্থায় প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফেরার পথে প্রথমে মুরসালিন ও কিছুক্ষণ পর ইয়াসিন মারা যায়।
রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতিসংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাও
৪ মিনিট আগেচালক, সুপারভাইজার ও সহকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিদাওয়াকে কেন্দ্র করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধই রয়েছে। আজ রোববার চতুর্থ দিনের মতো বাস বন্ধ ছিল। আগামীকাল সোমবার শ্রমিক ও মালিকপক্ষের বৈঠক হবে। বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনার পর বাস চলাচল শুরু হতে পারে। বাসমালিক
১৪ মিনিট আগেসাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান রাজধানীর গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন
২০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে কাভার্ড ভ্যানে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন বরাং কাঁটাবুনিয়া এলাকার আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৩) এবং কক্সবাজ
৩০ মিনিট আগে