Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ৩৭
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় চারজন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের একজনের নাম কাউসার আলম (৩৫)। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের মৃত ছাদে আলীর ছেলে। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি। তবে তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। এ ঘটনায় আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)।

এ বিষয়ে কসবা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) নূরে আলম বলেন, ‘সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কুমিল্লা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে ট্রাক আর সিএনজিচালিত অটোরিকশাটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক কাউসার ও এক যাত্রী মারা যান। এ ঘটনায় অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত