আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তোলার অভিযোগে অঘোষিত ধর্মঘট পালন করছেন ট্রাক মালিক-শ্রমিকেরা। আজ মঙ্গলবার বিকেল থেকে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন তাঁরা। ফলে ভারত থেকে আমদানি করা পণ্য খালাস না হওয়ায় বন্দরে ট্রাকগুলো আটকা পড়েছে।
জেলা ট্রাক মালিক-শ্রমিকেরা জানান, স্থলবন্দরে যাতায়াতকারী ট্রাক থেকে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফার নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র চাঁদা আদায় করে। এর প্রতিকার চেয়ে গত ৭ অক্টোবর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন ট্রাক মালিক গ্রুপ।
জানা গেছে, পরবর্তীতে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা সমস্যাটি সমাধানের উদ্যোগ নেন। এই নিয়ে মঙ্গলবার বিকেলে ট্রাক মালিক-শ্রমিক ইউনিয়নের নেতাদের নিয়ে বন্দরে বৈঠকে বসেন অ্যাসোসিয়েশনের নেতারা। তবে ওই বৈঠকে লাকসু তাঁর সহযোগীদের নিয়ে ট্রাক মালিক নেতাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকন বলেন, 'সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন সমস্যা সমাধানে বৈঠকের জন্য ডাকেন। বৈঠকে বসার পর লাকসু তার সহযোগীদের নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাসেম ও সদস্য নাহিদ খান আহত হই। পরে পুলিশের সহযোগীতায় আমরা ঘটনাস্থল থেকে বেরিয়ে আসি। এ জন্য আমরা ট্রাকে করে পণ্য পরিবহন বন্ধ রেখেছি।'
তবে অভিযোগের ব্যাপারে আখাউড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি লাকসু খলিফা বলেন, 'আমি চাঁদাবাজি করি এমন কথা কেউ বলতে পারবে না। ট্রাক শ্রমিক নেতা খোকন তাঁর নিজের স্বার্থ হাসিল করতে মিথ্যা অভিযোগ করছেন। তাঁদের ওপর হামলা করারতো প্রশ্নই আসে না, সব মিথ্যা।'
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
রাজধানী ঢাকার নিউমার্কেট থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৪ মিনিট আগে‘আমরা শান্তি চাই, সহিংসতা আর নিতে পারছি না; সর্বস্বান্ত হয়ে গেছি’—এভাবেই কণ্ঠরুদ্ধ হয়ে কথাগুলো বলেন গুইমারা বাজারের কংলাপ্রু মারমা। রামসু বাজারে দুর্বৃত্তদের আগুনে তাঁর তিনটি দোকান ও মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে।
৩০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য এক ব্যক্তি তাঁর স্ত্রীকে অন্য পুরুষদের হাতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। ওই নারী অনৈতিক কাজে রাজি না হওয়ায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকাসহ নির্যাতন চালানো হয়। আজ সোমবার রাতে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তারের পর সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগসাজশে ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ড মঞ্জুর করেন।
১ ঘণ্টা আগে