Ajker Patrika

মনোনয়নের আশায় চাকরি ছেড়ে দু-কূলই হারালেন প্রধান শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মনোনয়নের আশায় চাকরি ছেড়ে দু-কূলই হারালেন প্রধান শিক্ষক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আলোচনার জন্ম দেওয়া সেই শিক্ষকের ভাগ্যে জোটেনি নৌকার মনোনয়ন। তবে বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন বলে জানিয়েছেন তিনি। এদিকে তাঁর চাকরির অব্যাহতিপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হুদা। তিনি নৌকা প্রতীকে উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। 

জানা যায়, প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি চেয়ে গত ৩০ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন কামরুল হুদা। তিনি ৬ নম্বর বুড়িশ্বরে ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে ওই আসনে দলীয় মনোনয়ন পাননি প্রধান শিক্ষক মো. কামরুল হুদা। মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার মুকুল। 

প্রধান শিক্ষক মো. কামরুল হুদা বলেন, 'দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সিদ্ধান্ত মেনে আমি স্বতন্ত্র নির্বাচনও করব না। আমি শিক্ষকতা পেশায় দীর্ঘ ৩০ বছর আছি। আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি চাকরি থেকে অব্যাহতি পেতে আবেদন করেছিলাম।' 

এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া জানান, 'অব্যাহতি পত্রটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত অনুযায়ী চিঠি পাঠানো হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

‘বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য’: তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিলেন জাভেদ আখতার

‘দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন’, ‘দিল্লি বাবা’র চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট

সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

গাজাগামী ফ্লোটিলা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহারের পর যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত