Ajker Patrika

নিখোঁজের ৮ মাস পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিখোঁজের ৮ মাস পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে মাহিন (১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার আট মাস পর মাটির নিচ থেকে তার উদ্ধার করা হয়। সোমবার উপজেলার কালিপুরা গ্রামের একটি পুকুর পাড়ের মাটি খুঁড়তে গিয়ে শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাহিনের আপন ফুপু সুরাইয়া বেগম (৩০) ও ফুপা মনসুরকে (৩২) আটক করে পুলিশ।

নিহত মাহিন উপজেলার কালিপুরা গ্রামের তাজুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলার রামু থানার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাং গ্রামের গ্রাম পুলিশ বিমল মল্লিকের ছেলে রিপন মল্লিক গত ৯ বছর আগে নবীনগর উপজেলার কালিপুরা গ্রামে এসে ধর্ম পরিবর্তন করে মুসলমান হন। এবং নাম বদলে মনসুর নাম রাখেন।

পরে মাহিনের ফুফু সুরিয়া বেগমকে বিয়ে করে কালিপুরা গ্রামে বসবাস করে আসছেন মনসুর। প্রায় সময়ই মাহিনকে নিয়ে বিভিন্ন জায়গাতে ঘুরতে যেতেন তিনি। তবে গত ১০ মার্চ মাহিন বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে নবীনগর থানায় নিখোঁজের ডায়েরি করেন। 

সোমবার কালিপুরা গ্রামের সাবেক ইউপি সদস্য শুক্কু মিয়ার পুকুর পাড়ের মাটি ভেকু দিয়ে কাটার সময় বের হয়ে আসে এক শিশুর মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়। বিষয়টি জানাজানি হলে মাহিনের পরিবারের লোকজন এসে মরদেহের পাশে থাকা কাপড় দেখে মাহিনের মরদেহ শনাক্ত করে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। 

খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মনসুর বলেন, মাহিন আমার অনেক ক্ষতি করেছে। তাই তাকে হত্যা করে মাটির নিচে চাপা দিয়ে রাখি। 

এই ব্যাপারে নবীনগর থানার ওসি (তদন্ত) নুরে আলম বলেন, প্রাথমিক তদন্তের কাজ চলছে। এই ঘটনায় মাহিনের মা হোসনা বেগম নবীনগর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৭৫ বছরের বর ও ৩৫ বছরের কনে, বাসররাতের পরদিনই মৃত্যু

‘বাঙালি সংস্কৃতির ভিত্তি হিন্দু ঐতিহ্য’: তসলিমা নাসরিনের মন্তব্যের জবাব দিলেন জাভেদ আখতার

‘দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন’, ‘দিল্লি বাবা’র চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট

সোনার দাম বেড়েই চলেছে, নতুন রেকর্ড

গাজাগামী ফ্লোটিলা থেকে যুদ্ধজাহাজ প্রত্যাহারের পর যা বললেন ইতালির প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত