Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০২ অক্টোবর ২০২১, ২০: ০১
ব্রাহ্মণবাড়িয়ায় সকল ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন

সকল ট্রেনকে ব্রাহ্মণবাড়িয়ায় থামাতে হবে। এ কাজের বাস্তবায়ন করতে হবে আগামী ৯ অক্টোবরের মধ্যে। এই দাবিতে আজ মানববন্ধন করেছে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গত ২৬-২৮ মার্চ হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দ্রুত সংস্কারের দাবিও তোলা হয়।

মানববন্ধনে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ, ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক অ্যাডভোকেট আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতার হোসেন সাঈদ ও কমরেড নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে আগামী ৯ অক্টোবরের মধ্যে সব ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতের জোর দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত