ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে হাওরবেষ্টিত আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরধারীতে রয়েছে। কোনো রকম গ্রামীণ সংঘর্ষ যাতে না ঘটে, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জানা যায়, জেলার ১৩ ইউনিয়নে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ৯৮টি ভোটকেন্দ্র এবং ২৭টি সাধারণ ভোটকেন্দ্র। উপজেলাটিতে ১৩ ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
ভোটের সময় প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি করে মোবাইল টিম ও স্ট্রাইকিং থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১ ’শত বিজিবি সদস্য, ৪০ জন র্যাব অফিসার ও সদস্য, পুলিশ অফিসার ও সদস্য ৮১৬ জন, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্য মিলে ২ হাজার ১২৫ জন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম থাকবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নাসিরনগরে ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাগুলোতে নিরাপত্তার জন্য জন্য রয়েছে প্রশাসনের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা যাবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। কেউ যেন অপেশাদার আচরণ না করে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ১৩ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। তবে হাওরবেষ্টিত আর দাঙ্গাপ্রবণ এলাকাগুলো প্রশাসনের বিশেষ নজরধারীতে রয়েছে। কোনো রকম গ্রামীণ সংঘর্ষ যাতে না ঘটে, তার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জানা যায়, জেলার ১৩ ইউনিয়নে রয়েছে ১১৭টি ওয়ার্ড। আর ভোটকেন্দ্র আছে ১২৫টি। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ ৯৮টি ভোটকেন্দ্র এবং ২৭টি সাধারণ ভোটকেন্দ্র। উপজেলাটিতে ১৩ ইউনিয়নে ভোটার রয়েছেন ২ লাখ ২৭ হাজার ২৬৫ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৭৯৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৪৬৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মাত্র একজন।
ভোটের সময় প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি করে মোবাইল টিম ও স্ট্রাইকিং থাকবে। পাশাপাশি ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,১ ’শত বিজিবি সদস্য, ৪০ জন র্যাব অফিসার ও সদস্য, পুলিশ অফিসার ও সদস্য ৮১৬ জন, ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসার সদস্য মিলে ২ হাজার ১২৫ জন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম থাকবে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নাসিরনগরে ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এলাকাগুলোতে নিরাপত্তার জন্য জন্য রয়েছে প্রশাসনের লোকজন।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, নির্বাচন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ ব্যবস্থা প্রয়োগ করা যাবে। নির্বাচনের দায়িত্বে থাকা সকল পুলিশ সদস্যদের সাংবাদিকসহ সকলের সঙ্গে পেশাদার আচরণ করতে হবে। কেউ যেন অপেশাদার আচরণ না করে এবং পুলিশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে অনুরোধ করছি।
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জনগণ শেখ হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে সাংবিধানিক পন্থায় ক্ষমতা নিজের হাতে নিয়েছিল। রাজপথ থেকে জনগণ নির্ধারণ করেছে প্রধান উপদেষ্টা কে হবেন, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচন হবে আর গণতন্ত্র ফিরে আসবে।
২২ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে সমীর বাড়ৈ (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ক্লিনটনের বিরুদ্ধে এক ব্যবসায়ীসহ চারজনকে মারধর ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগেকিশোরগঞ্জে হর্টিকালচার সেন্টারের উপপরিচালক (ডিডি) মাহবুবুর রহমানের (৪৫) বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগে মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন গণপূর্তের নির্বাহী প্রকৌশলী। কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতের বিচারক মাহমুদুল ইসলামের আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
৪৩ মিনিট আগে