নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর মোহাম্মদ বাচ্চু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শপথ নেন। আজ সোমবার (৭ জুলাই) সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ নেওয়া মোহাম্মদ বাচ্চু মিয়া উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২০২১ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনে ভলাকুট ইউনিয়ন পরিষদের সদস্য পদে মোহাম্মদ বাচ্চু মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈয়ব হোসেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ওই সময় তৈয়ব হোসেন একজন ফেরারি আসামি ছিলেন। বিষয়টি মোহাম্মদ বাচ্চু মিয়া নির্বাচন কমিশনকে জানালেও অদৃশ্য কারণে তৈয়ব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে স্থানীয় নির্বাচনে তৈয়ব হোসেন বিজয়ী হন। এ নিয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা দায়ের হয়। মামলার তিন বছর সাত মাস পর আদালতের রায়ে জিতে আজ সোমবার সকালে ইউএনওর কাছে মোহাম্মদ বাচ্চু মিয়া শপথ গ্রহণ করেন।
বালিখোলা গ্রামের বাসিন্দা জয়নাল বলেন, ‘বাচ্চু মিয়া এর আগেও দুবার মেম্বার ছিলেন। এবার নিয়ে তিনি তিনবার মেম্বার হলেন। এতে আমরা গ্রামবাসী খুশি।’
এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় পর হলেও আমি মেম্বার হিসেবে শপথ নিয়ে খুশি।’
নাসিরনগর উপজেলার ইউএনও শাহিনা নাসরিন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাচ্চু মিয়াকে আজ সকালে শপথ পাঠ করানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনের তিন বছর সাত মাস পর মোহাম্মদ বাচ্চু মিয়া নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শপথ নেন। আজ সোমবার (৭ জুলাই) সকালে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।
শপথ নেওয়া মোহাম্মদ বাচ্চু মিয়া উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের বলিখোলা গ্রামের বাসিন্দা।
জানা যায়, ২০২১ সালের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনে ভলাকুট ইউনিয়ন পরিষদের সদস্য পদে মোহাম্মদ বাচ্চু মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন তৈয়ব হোসেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো ফেরারি আসামি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। ওই সময় তৈয়ব হোসেন একজন ফেরারি আসামি ছিলেন। বিষয়টি মোহাম্মদ বাচ্চু মিয়া নির্বাচন কমিশনকে জানালেও অদৃশ্য কারণে তৈয়ব হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে স্থানীয় নির্বাচনে তৈয়ব হোসেন বিজয়ী হন। এ নিয়ে নির্বাচনের এক মাস পর আদালতে মামলা দায়ের হয়। মামলার তিন বছর সাত মাস পর আদালতের রায়ে জিতে আজ সোমবার সকালে ইউএনওর কাছে মোহাম্মদ বাচ্চু মিয়া শপথ গ্রহণ করেন।
বালিখোলা গ্রামের বাসিন্দা জয়নাল বলেন, ‘বাচ্চু মিয়া এর আগেও দুবার মেম্বার ছিলেন। এবার নিয়ে তিনি তিনবার মেম্বার হলেন। এতে আমরা গ্রামবাসী খুশি।’
এ বিষয়ে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, ‘আদালতের রায়ে আমি সন্তুষ্ট। দীর্ঘ সময় পর হলেও আমি মেম্বার হিসেবে শপথ নিয়ে খুশি।’
নাসিরনগর উপজেলার ইউএনও শাহিনা নাসরিন বলেন, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বাচ্চু মিয়াকে আজ সকালে শপথ পাঠ করানো হয়েছে।
রাঙামাটির সাজেকে চান্দের গাড়ি দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুল সাদাত এ তথ্য জানিয়েছেন।
৩০ মিনিট আগেচাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য জীবিত নবজাতক রেখে যাওয়া এবং পরে মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন শহরের তালতলায় দি ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫)। এই ঘটনায় হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে ভর্তি থাকা রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য স্থানে সেবার ব্যবস্থা করার
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের শিকার নারীকে উদ্ধার করতে গিয়ে অস্ত্র-গুলিসহ রমজান আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার নারীকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিবনগর এলাকা ও রূপগঞ্জ ইউনিয়নের ফজুর বাড়ির মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে