Ajker Patrika

‘যারা খাঁচা ভরে নেতাদের মাছ দিয়েছে তারাই পদ পেয়েছে’

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
‘যারা খাঁচা ভরে নেতাদের মাছ দিয়েছে তারাই পদ পেয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিএনপির ইউনিয়ন পর্যায়ের কমিটিতে যেসব নেতা পদবঞ্চিত হয়েছেন তাঁরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে কমিটি নিয়ে অভিযোগ তুলে তারা বলেন ‘যারা খাঁচা ভরে নেতাদের মাছ দিয়েছে, চাটুকারিতা করেছে, ফেসবুকে গুণকীর্তন করে পোস্ট দিয়েছে তাদের ইউনিয়ন কমিটিতে পদ দিয়েছে’। 

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অরুয়াইল ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির ত্যাগী নেতাদের অবমূল্যায়ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির পদবঞ্চিত নেতা কর্মীরা। এ সময় তাঁরা সদ্য গঠিত ইউনিয়ন কমিটিকে গঠনতন্ত্র বহির্ভূত ও পকেট কমিটি বলে দাবি করেন। 

সংবাদ সম্মেলনে পদবঞ্চিত নেতা-কর্মীদের দাবি জানিয়ে বলেন, একতরফা পকেট কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। সেই সঙ্গে নতুন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে। অন্যথায় ইউনিয়নে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কেফায়েত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—সরাইল উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী গাজী নোয়াব মিয়া, যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ। এ সময় এ সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির প্রায় ৩ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

এদিকে নবগঠিত অরুয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল হক মাজহার বলেন, ‘সংবাদ সম্মেলন করে বক্তব্যরা যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যোগ্য ও ত্যাগীদের নিয়ে ইউনিয়ন কমিটি গঠন করেছে জেলা ও উপজেলার নেতারা।’ 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত ওই কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাজহারুল হক মাজহারকে সভাপতি এবং এনামুল হক এনামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত