ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম (২৭)) হত্যার ঘটনায় রায়হান (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা শহরের শিমরাইলকান্দি রেললাইন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তিনি পৌর এলাকার ভাদুঘরের শিরু মিয়ার ছেলে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের ফারুকী পার্কের সামনে আশিকুল ইসলাম খুন হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। এ ছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় অনলাইন পত্রিকা ‘ব্রাহ্মণবাড়িয়া সংবাদ’-এর নিজস্ব প্রতিবেদক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আশিক বাতিঘর সংগঠনের সদস্য। এই সংগঠন বেওয়ারিশ লাশের দাফন ও মুমূর্ষু রোগীদের রক্তদান করেন। আজ বিকেলে আশিকসহ আরও কয়েকজন ফারুকী পার্ক থেকে ‘বাতিঘরের’ মাসিক সভা শেষে রিকশায় করে কুমারশীল মোড়ের দিকে আসছিলেন।
পথে অটোরিকশাটি ফারুকী পার্ক থেকে কিছু দূর আসার পর রায়হান (২৫) নামের এক যুবক কয়েক জন সহযোগী নিয়ে অতর্কিতভাবে আশিকের ওপর হামলা করেন। এ সময় আশিককে ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। পরে আশিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এ নিয়ে বাতিঘরের সভাপতি আজহার উদ্দিন জানান, আশিক সাংবাদিকতার পাশাপাশি এই সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। অজ্ঞাতনামা লাশ কবর ও রক্ত দেওয়ায় তিনি সব সময় সামনের সাড়িতে থাকতেন।
আজহার উদ্দিন আরও বলেন, ‘আজ বিকেলে সংগঠনের মাসিক সভা শেষে আমরা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও রিকশাযোগে ফিরছিলাম। আশিক আমার অটোরিকশার পেছনের রিকশায় ছিল। সামান্য পথ যাওয়ার পরই রায়হান নামের একটি ছেলেসহ আরও কয়েকজন দৌড়ে এসে আশিকের শরীরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’
দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্যটনকেন্দ্র আগামীকাল (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত এই পর্যটনকেন্দ্র ভ্রমণে যেতে হলে পর্যটকদের কিছু শর্ত মানতে হবে।
২৮ মিনিট আগেপূজা শেষে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ বলেন, কুমারী পূজা আসলে মাতৃভাবের মাধ্যমে ঈশ্বরের আরাধনা। জীবন্ত কুমারী কন্যাকে প্রতিমারূপে পূজা করার মধ্য দিয়ে জগজ্জননীকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১ ঘণ্টা আগেপ্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শরীয়তপুরের সাধারণ মানুষ। আজ মঙ্গলবার বেলা ১১টায় অরাজনৈতিক সংগঠন ‘জাগো শরীয়তপুর’ এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
২ ঘণ্টা আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দিন দিন বাড়ছে একসঙ্গে পোলট্রি ও মাছ চাষ (সমন্বিত খামার)। খামারগুলোর নিচে মাছ চাষ, ওপরে মুরগির খামার—এই ব্যবস্থায় দ্রুত লাভবান হলেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশগত বিপর্যয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে