Ajker Patrika

এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
এক কাঁঠাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

মাঝারি আকারের একটি কাঁঠাল দাম হাঁকাহাঁকি করে শেষ পর্যন্ত ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এই কাঁঠালটি কিনেছেন কাঞ্চন মিয়া (৩৫) নামের এক তরুণ। তাঁর বাড়ি সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। খোঁজ নিয়ে দেখা গেছে, কাঁঠালটির বাজারমূল্য ১০০ টাকার বেশি হবে না।

জানা যায়, আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছ থেকে একটি কাঁঠাল নামানো হয়। নামাজ শেষে মুসল্লিদের মধ্যে নিলাম ডাকা হয়। ১ হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধা ঘণ্টা পর্যন্ত ডাক চলে। সব শেষে সর্বোচ্চ দাম ওঠে ২৬ হাজার টাকা। ওই দামে কাঁঠালটি পান প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, ‘আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।’

এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, ‘আল্লাহর ঘরের কাঁঠাল তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে শান্তি পাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত