ভোলা প্রতিনিধি
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’
ভোলায় বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষে হৃদয় (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষে দু–পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের চেউয়াখালি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
নিহত যুবক হৃদয় ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভ্যানচালক ইব্রাহীম হোসেনের ছেলে।
ভোলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত বলেন, ‘দেশি অস্ত্রে জখম হয়ে ৮ জন ভর্তি আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন মারা গেছেন।’
পুলিশ ও স্থানীয়রা বলছে, গত শনিবার রাতে আর্জেন্টিনার খেলার দিন আর্জেন্টিনা সমর্থকেরা নুডলস খাওয়ার আয়োজন করে। এ নিয়ে আর্জেন্টিনার দুই সমর্থক আকবর ও আশিকের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের অনুসারী দুই পক্ষ বিভক্ত হয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও পরে আর মীমাংসা হয়নি। এর জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আবার দু–পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় অস্ত্রের আঘাতে জখম হওয়া হৃদয়সহ আহতদের স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা ইব্রাহীম মিয়া বলেন, ‘ভ্যানগাড়ি চালাইয়া ছেলেকে বিএপাশ করাইছি। আজ খলিল আমার সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
এ ঘটনা সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির আজকের পত্রিকাকে বলেন, ‘ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের দুই পক্ষের মধ্যে নুডলস খাওয়া নিয়ে সংঘর্ষ বাধে। এতে একজন মারা গেছেন। উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছে। তারা ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন। আমরা ময়নাতদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেব। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।’
ভারতের আসাম থেকে কয়েক শ বছর আগে বাংলাদেশে এসে বসতি গড়ে খাসিয়া উপজাতির মানুষ। বসবাসের জন্য সিলেটের পাহাড়ি এলাকায় বন বিভাগের জমিতে নির্মাণ করে বসতঘর। তাদের পাড়াগুলো পুঞ্জি হিসেবে পরিচিত। মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় এমন ৬১টি পুঞ্জি রয়েছে খাসিয়াদের।
৯ মিনিট আগে২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব। তাঁর কাছ থেকে একটি রিভলবার ও ১৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
৪৩ মিনিট আগেযশোরের মনিরামপুরের রোহিতায় সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুর থেকে এক কিশোরীর (১৩) লাশ উদ্ধারের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। কিশোরীর বাবা মাওলানা আইনুল হক নিজেই মেয়েকে দোকান থেকে রুটি চুরির অপরাধে শ্বাসরোধে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেন।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে দীর্ঘদিনের দ্বন্দ্বের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে ঠিক করা হয়েছে, অতিসত্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের...
১ ঘণ্টা আগে