লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের টাকা ও মালামাল চুরির অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাতে দুই রোগীর স্বজনদের নগদ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনেরা।
লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গতকাল সোমবার তার শ্বশুর মোশারফকে নিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হন। রাতে বেডের পাশে থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে একটি ফোন, নগদ দেড় হাজার টাকা, ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
আরেক রোগীর স্বজন ইয়ামিন বলেন, গতকাল রাতে তিনি তার ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই রাতেই তাঁর স্মার্টফোনটি চুরি হয়ে যায়।
হাসপাতালের দায়িত্বরত নার্স ইশরাত জাহান লিজা বলেন, ‘রোগীর স্বজনদের মালামাল চুরি বিষয়টি শুনেছি। তাদের হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’
লালমোহন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) বলেন, ‘রোগীর স্বজনেরা হাসপাতালে চুরির ঘটনাটি আমাদের জানিয়েছেন। তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের টাকা ও মালামাল চুরির অভিযোগ করেছেন রোগীর স্বজনেরা। সোমবার দিবাগত রাতে দুই রোগীর স্বজনদের নগদ টাকা, দুইটি স্মার্টফোন ও একটি ব্যাগসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। হাসপাতালের করোনা ইউনিটে এ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্য রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালে রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর স্বজনেরা।
লালমোহন উপজেলার কচুয়াখালী গ্রামের কুলসুম বেগম অভিযোগ করে বলেন, গতকাল সোমবার তার শ্বশুর মোশারফকে নিয়ে লালমোহন হাসপাতালে ভর্তি হন। রাতে বেডের পাশে থাকা ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে একটি ফোন, নগদ দেড় হাজার টাকা, ওষুধসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
আরেক রোগীর স্বজন ইয়ামিন বলেন, গতকাল রাতে তিনি তার ভাইকে হাসপাতালে ভর্তি করিয়েছেন। ওই রাতেই তাঁর স্মার্টফোনটি চুরি হয়ে যায়।
হাসপাতালের দায়িত্বরত নার্স ইশরাত জাহান লিজা বলেন, ‘রোগীর স্বজনদের মালামাল চুরি বিষয়টি শুনেছি। তাদের হাসপাতালের কর্তৃপক্ষকে অভিযোগ দিতে বলা হয়েছে।’
লালমোহন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) বলেন, ‘রোগীর স্বজনেরা হাসপাতালে চুরির ঘটনাটি আমাদের জানিয়েছেন। তাদের লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের কর্ণফুলীতে মোবাইল ব্যাংকিং বিকাশের এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। তাঁকে
১৭ মিনিট আগেকক্সবাজারের টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ইমদাদ হোসেন (৪৭) নামের এক পানের দোকানদারকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত ইমদাদ ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে এক অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে...
২০ মিনিট আগেকুমিল্লার হোমনায় মাইকে ঘোষণা দিয়ে ৪টি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। হোমনা থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) তাপস কুমার সরকার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মামলা করেন।
৪৩ মিনিট আগেপরিষদের উপদেষ্টা ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। এখানে নৈতিক ও ধর্মীয় শিক্ষার বিস্তারে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। অথচ এখন গানের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই।
১ ঘণ্টা আগে