Ajker Patrika

আওয়ামী লীগ উন্নয়নের নামে লুটপাট করেছে: উপদেষ্টা ফাওজুল

হিজলা (বরিশাল) প্রতিনিধি 
বরিশালের হিজলায় নদী খনন প্রকল্প পরিদর্শনে উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান ও এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা
বরিশালের হিজলায় নদী খনন প্রকল্প পরিদর্শনে উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান ও এম সাখাওয়াত হোসেন। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মাদ ফাওজুল কবির খান।

আজ শুক্রবার বরিশালের হিজলায় মেঘনা নদীতে খনন প্রকল্প পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এ মন্তব্য করেন। তাঁর সঙ্গে নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের নামে লুটপাট ও অর্থ আত্মসাৎ করেছে। তেলের মাথায় তেল দিয়েছে। মেগা প্রকল্পের নামে হরিলুট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে বালুচরের কারণে নৌযান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তাই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) খননের মাধ্যমে চ্যানেল চালুর করার উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় কিছু মানুষ এই প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেন। এমন অবস্থায় আজ পরিদর্শনে আসেন দুই উপদেষ্টা।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, বিআইডব্লিউটিএর বিভাগীয় চেয়ারম্যান মো. মামুনুর রশিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত