প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তাঁর বড় ভাই আবু তাহের খাঁন পটুয়াখালীর বাউফল উপজেলায় নৌকা প্রতীকের প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগামী ১১ নভেম্বর বাউফলের সূর্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওমালা ইউনিয়নে সিইসি কেএম নুরুল হুদার গ্রামের বাড়ি। সেখানে আসন্ন নির্বাচনে মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) শাহজাদা হাওলাদারের (ঘোড়া) মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটারেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফছিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বড় ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষে কাজ করছেন। সম্প্রতি নওমালায় একটি অনুষ্ঠানে তাহের খান স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারকে উপস্থিত জনসাধারণের মাঝে পরিচয় করিয়ে দিয়ে দোয়া কামনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মাধ্যমে শাহজাদা হাওলাদারের পক্ষে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের এমপি এসএম শাহজাদা তাঁর লোকজন পাঠিয়ে নওমালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও জানা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মৃধা বলেন, সিইসির ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। আওয়ামী লীগকে ভালোবাসলে এটা তিনি করতে পারেন না। তিনি বলেন, আবু তাহের খাঁন সিইসির ভাই পরিচয় ব্যবহার করে দুঃখজনকভাবে প্রশাসনকেও প্রভাবিত করছেন।
নওমালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, কিছু মানুষ আছেন-নামে আওয়ামী লীগ, কাজে নেই। নির্বাচন এলেই নৌকা মার্কার বিপক্ষে কাজ করেন। সিইসির ভাই সেটাই করছেন। তা ছাড়া সিইসির ভাই হিসেবে প্রত্যক্ষভাবে কারও পক্ষে আবু তাহের খান ভোট চাইতে পারেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সিইসির পরিবারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিইসির ভাই আবু তাহের খাঁন। জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এটা সত্য কথা যে আমি তাঁর (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করছি। তবে ভাইয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
লোকজন পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে জানতে সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি জবাব দেননি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। তাঁর বড় ভাই আবু তাহের খাঁন পটুয়াখালীর বাউফল উপজেলায় নৌকা প্রতীকের প্রতিপক্ষ হয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগামী ১১ নভেম্বর বাউফলের সূর্যমণি ও নওমালা ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নওমালা ইউনিয়নে সিইসি কেএম নুরুল হুদার গ্রামের বাড়ি। সেখানে আসন্ন নির্বাচনে মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট কামাল হোসেন বিশ্বাস (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) শাহজাদা হাওলাদারের (ঘোড়া) মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ভোটারেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তফছিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার বড় ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের পক্ষে কাজ করছেন। সম্প্রতি নওমালায় একটি অনুষ্ঠানে তাহের খান স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারকে উপস্থিত জনসাধারণের মাঝে পরিচয় করিয়ে দিয়ে দোয়া কামনা করেন। এ ছাড়া তিনি বিভিন্ন মাধ্যমে শাহজাদা হাওলাদারের পক্ষে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের এমপি এসএম শাহজাদা তাঁর লোকজন পাঠিয়ে নওমালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলেও জানা যাচ্ছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন মৃধা বলেন, সিইসির ভাই আবু তাহের খাঁন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন। আওয়ামী লীগকে ভালোবাসলে এটা তিনি করতে পারেন না। তিনি বলেন, আবু তাহের খাঁন সিইসির ভাই পরিচয় ব্যবহার করে দুঃখজনকভাবে প্রশাসনকেও প্রভাবিত করছেন।
নওমালা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, কিছু মানুষ আছেন-নামে আওয়ামী লীগ, কাজে নেই। নির্বাচন এলেই নৌকা মার্কার বিপক্ষে কাজ করেন। সিইসির ভাই সেটাই করছেন। তা ছাড়া সিইসির ভাই হিসেবে প্রত্যক্ষভাবে কারও পক্ষে আবু তাহের খান ভোট চাইতে পারেন না। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও সিইসির পরিবারের লোকজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিইসির ভাই আবু তাহের খাঁন। জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, এটা সত্য কথা যে আমি তাঁর (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করছি। তবে ভাইয়ের পরিচয় ব্যবহার করে প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
লোকজন পাঠিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগের বিষয়ে জানতে সিইসির ভাগনে দশমিনা-গলাচিপা আসনের সংসদ সদস্য এসএম শাহজাদার ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি জবাব দেননি।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ মিনিট আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
১ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৪ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৪ ঘণ্টা আগে