কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের মিলনমেলা বসেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়।
তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। আগতরা সৈকতের বালিয়াতে হইহুল্লোড়ে বিশেষ এ দিনটি উদ্যাপন করছে। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউ।
পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। তবে আগামীকাল থেকে দেশি-বিদেশি আরও বেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
পর্যটক মিলন মিয়া বলেন, ‘আজকে বাইরের পর্যটক কম। বেশির ভাগই বরিশাল বিভাগের। আজকে এ অঞ্চলের পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে।’
বেঞ্চ ব্যবসায়ী আবদুল রহিম বলেন, ‘আজকে কুয়াকাটায় পর্যটকদের মিলনমেলা। আগামীকাল লক্ষাধিক পর্যটককের আগমন ঘটবে।’
হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘প্রায় হোটেলের ৮০ শতাংশ রুম বুক হয়ে গেছ।’
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের সেবায় আমাদের পৌরসভার টিম প্রস্তুত রয়েছে। পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়েছে। ভাঙা থেকে কুয়াকাটা মহাসড়ক ফোরলেন বাস্তবায়িত হলে আরও পর্যটক বাড়বে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আজকে ভালো পর্যটকের উপস্থিতি হয়েছে। আগামী কাল-পরশু কুয়াকাটায় পর্যটক আরও বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা, মহিপুর থানা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং স্কাউট সদস্যরা প্রস্তুত আছে।’
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের মিলনমেলা বসেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সৈকতে হাজারো পর্যটকের উপস্থিতি লক্ষ করা যায়।
তবে আগতদের মধ্যে বেশির ভাগই স্থানীয় পর্যটক। আগতরা সৈকতের বালিয়াতে হইহুল্লোড়ে বিশেষ এ দিনটি উদ্যাপন করছে। অনেকে আবার সমুদ্রের নোনা জলে গা ভাসাচ্ছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন সমুদ্রের বুকে আছড়ে পড়া ছোট-বড় ঢেউ।
পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। তবে আগামীকাল থেকে দেশি-বিদেশি আরও বেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।
পর্যটক মিলন মিয়া বলেন, ‘আজকে বাইরের পর্যটক কম। বেশির ভাগই বরিশাল বিভাগের। আজকে এ অঞ্চলের পর্যটকদের মিলনমেলায় পরিণত হয়েছে।’
বেঞ্চ ব্যবসায়ী আবদুল রহিম বলেন, ‘আজকে কুয়াকাটায় পর্যটকদের মিলনমেলা। আগামীকাল লক্ষাধিক পর্যটককের আগমন ঘটবে।’
হোটেল-মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণত সম্পাদক মো. মোতালেব শরীফ বলেন, ‘প্রায় হোটেলের ৮০ শতাংশ রুম বুক হয়ে গেছ।’
মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তায় আমাদের পুলিশ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’
কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যটকদের সেবায় আমাদের পৌরসভার টিম প্রস্তুত রয়েছে। পদ্মাসেতু উদ্বোধনের পর থেকে কুয়াকাটায় পর্যটক বেড়েছে। ভাঙা থেকে কুয়াকাটা মহাসড়ক ফোরলেন বাস্তবায়িত হলে আরও পর্যটক বাড়বে।’
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘আজকে ভালো পর্যটকের উপস্থিতি হয়েছে। আগামী কাল-পরশু কুয়াকাটায় পর্যটক আরও বাড়বে। পর্যটকদের নিরাপত্তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া থানা, মহিপুর থানা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, মেডিকেল টিম এবং স্কাউট সদস্যরা প্রস্তুত আছে।’
লোডশেডিং কমানোর দাবিতে রংপুরে পল্লী বিদ্যুৎ সমিতিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে রংপুর সদরের পাগলাপীরে অবস্থিত রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল–মামুনকে বিভিন্ন মেয়াদে আবার রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাক
৫ মিনিট আগেরাজধানীর বনশ্রী, ফকিরাপুল ও বিমানবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ও ঢাকা মেডিকেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
৫ মিনিট আগেবগুড়ায় আজগর আলী পিয়াল নামের এক অটোরিকশাচালককে হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে