বরিশাল প্রতিনিধি
ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টায় মুন্সিগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে সুরভী-৭ লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী বিকল্প লঞ্চে বরিশাল বন্দরে পৌঁছেছে। সুরভী-৭ লঞ্চের সুপারভাইজার মো. সোহেল বলেছেন, কুয়াশার কারণে এই সংঘর্ষ হয়েছে। এতে সুরভী-৭-এর সম্মুখভাগে ছিদ্র হয়েছে।
ওই লঞ্চের যাত্রী বাবুগঞ্জের আরিফ হোসেন ও বাকেরগঞ্জের ছত্তার খান বলেন, ‘ঢাকা থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে রাত ৯টায় যাত্রা করে। হঠাৎ রাত ১১টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয় লঞ্চটির। এরপর বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকদের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। তাঁরা তীরে উঠতে পেরেছেন কি না, জানি না। লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে আছেন। দুর্ঘটনার পর লঞ্চটি তীরে নোঙর করে রাখা হয়েছে।’
সুরভী-৭ লঞ্চের মালিক মো. রিয়াজ উল কবীর বলেন, পানির লেবেল থেকে এক হাত ওপরে লঞ্চের সামনের দিকে সামান্য ছিদ্র হয়েছে। পরে যাত্রীদের বিকল্প লঞ্চে বরিশালে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সুরভী-৭ দুর্ঘটনায় পড়ায় রাতেই ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রীকে কীর্তনখোলা-১০ লঞ্চে বরিশালে আনা হয়েছে। লঞ্চটি সকাল পৌনে ১০টায় বরিশাল বন্দরে পৌঁছায়। সুরভী-৭ লঞ্চ মুন্সিগঞ্জের গজারিয়ায় রয়েছে। এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়নি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে।
তিনি বলেন, রাতে বাল্কহেডের চলাচল বন্ধে চিঠি দেওয়া হচ্ছে। যেগুলো চলছে তা চোরাগোপ্তা। রাত নামলে লঞ্চের বেপরোয়া চলাচল প্রসঙ্গে তিনি কিছু বলেননি।
ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের সঙ্গে বালুবোঝাই একটি বাল্কহেডের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাল্কহেডটি ডুবে গেছে। গতকাল বুধবার রাত সোয়া ১১টায় মুন্সিগঞ্জ এলাকার ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটেছে।
ঘটনার পর আজ বৃহস্পতিবার সকালে সুরভী-৭ লঞ্চের পাঁচ শতাধিক যাত্রী বিকল্প লঞ্চে বরিশাল বন্দরে পৌঁছেছে। সুরভী-৭ লঞ্চের সুপারভাইজার মো. সোহেল বলেছেন, কুয়াশার কারণে এই সংঘর্ষ হয়েছে। এতে সুরভী-৭-এর সম্মুখভাগে ছিদ্র হয়েছে।
ওই লঞ্চের যাত্রী বাবুগঞ্জের আরিফ হোসেন ও বাকেরগঞ্জের ছত্তার খান বলেন, ‘ঢাকা থেকে লঞ্চটি বরিশালের উদ্দেশে রাত ৯টায় যাত্রা করে। হঠাৎ রাত ১১টার দিকে একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয় লঞ্চটির। এরপর বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডে থাকা শ্রমিকদের নদীতে সাঁতার কাটতে দেখা গেছে। তাঁরা তীরে উঠতে পেরেছেন কি না, জানি না। লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে আছেন। দুর্ঘটনার পর লঞ্চটি তীরে নোঙর করে রাখা হয়েছে।’
সুরভী-৭ লঞ্চের মালিক মো. রিয়াজ উল কবীর বলেন, পানির লেবেল থেকে এক হাত ওপরে লঞ্চের সামনের দিকে সামান্য ছিদ্র হয়েছে। পরে যাত্রীদের বিকল্প লঞ্চে বরিশালে পৌঁছে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বরিশাল বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, সুরভী-৭ দুর্ঘটনায় পড়ায় রাতেই ওই লঞ্চের পাঁচ শতাধিক যাত্রীকে কীর্তনখোলা-১০ লঞ্চে বরিশালে আনা হয়েছে। লঞ্চটি সকাল পৌনে ১০টায় বরিশাল বন্দরে পৌঁছায়। সুরভী-৭ লঞ্চ মুন্সিগঞ্জের গজারিয়ায় রয়েছে। এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়নি, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছে।
তিনি বলেন, রাতে বাল্কহেডের চলাচল বন্ধে চিঠি দেওয়া হচ্ছে। যেগুলো চলছে তা চোরাগোপ্তা। রাত নামলে লঞ্চের বেপরোয়া চলাচল প্রসঙ্গে তিনি কিছু বলেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে