Ajker Patrika

ববিতে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেন্টার করা হবে: উপাচার্য 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ববিতে শিক্ষার্থীদের জন্য কাউন্সেলিং সেন্টার করা হবে: উপাচার্য 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি কাউন্সেলিং সেন্টার করা হবে। সেন্টারের দায়িত্ব দেওয়া হবে একজন মনোবিজ্ঞানীকে।’

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বিএনসিসি ও রোভার স্কাউটের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে। এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে একদিন করে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম দেশ–বিদেশে পরিচিতি লাভ করবে।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা শাখার লেফটেন্যান্ট ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, নৌ শাখার পি. ইউ. ও. হোসনেয়ারা ডালিয়া এবং রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক লিডার দিল আফরোজ খানম উপস্থিত ছিলেন।

অপরদিকে বিকেলে বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট শিক্ষা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত