বরগুনা প্রতিনিধি
‘৪০ বচ্ছর আগে মোর স্বামী মইর্যা গ্যাছে। এইহানে এট্টু ছাপড়া দিয়া ঘরের নাহান বানাইয়া পুতেরে লইয়া থাকি। ঝাড়–দারের কাজ কইর্যা যা পাই মায় পোলায় রাইন্দা বাইর্যা খাইতাম। এহন মোর হেই ঘরডুও ভাইঙ্গা হালাইছে। মোর পোলাডা লইয়া মুই এহন কুম্মে থাকমু?’ নিজের অবশেষ আশ্রয়টুকু হারিয়ে এসব বলছিলেন চল্লিশোর্ধ্ব নারী রোকেয়া।
আজ সোমবার বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। হঠাৎ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় অনেকের আসবাবপত্রও ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।
স্থানীয়রা বলছে, প্রায় ৩০ বছর ধরে বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে শতাধিক পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে অনেকে এলাকা ছাড়লেও সবশেষ অর্ধশতাধিক পরিবার সেখানে ছোট ঘর তুলে বসবাস করত। মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। সোমবার জেলা প্রশাসনের অভিযানে ওই পরিবারগুলোর শতাধিক মানুষ আশ্রয় হারিয়ে পথে বসেছে।
উচ্ছেদ অভিযানে গৃহহীন দিনমজুর সুখীরাম বলেন, ‘হারাদিন কাজ কাম কইর্যা যা পাই হেইয়া দিয়ে বউ-বাচ্চা নিয়ে কোনোভাবে চলতাম। সরকারি জমিতে ঘর উডাইয়া থাকতাম, হেই ঘরডাও আইজগ ভাইঙ্গা দেছে। বাসা ভাড়া নিয়ে থাহার সামর্থ্য নাই। হেইতে এহন খোলা আকাশের নিচে আশ্রয় নিছি। সরকার লাখ লাখ রোহিঙ্গাকে থাহার জাগা দেছে, আর মোগো মতো ছিন্নমূলদের উচ্ছেদ করেছে।’
ভুক্তভোগী রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘আমি গত ২৫-৩০ বছর ধরে এখানে বসবাস করছি। আমার আরও কোথাও জায়গা-জমি নেই। আমি এখন কোথায় থাকব? রাস্তার পাশে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই দাবি জানাচ্ছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই জমি সরকারের গণপূর্ত বিভাগের। তারা সম্প্রতি জমি দখলমুক্ত করতে আমাদের সহায়তা চেয়েছে। আমরা বিধি মোতাবেক সেখানে অভিযান চালিয়েছি। ছিন্নমূল বাসিন্দাদের থাকার জায়গা নেই এটা সত্য, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। ক্ষতিগ্রস্তরা যদি আমাদের কাছে আবেদন করে তবে তাদের যাচাই বাছাই করে সরকারিভাবে আশ্রয়ের বিষয়টি আমরা দেখব।’
‘৪০ বচ্ছর আগে মোর স্বামী মইর্যা গ্যাছে। এইহানে এট্টু ছাপড়া দিয়া ঘরের নাহান বানাইয়া পুতেরে লইয়া থাকি। ঝাড়–দারের কাজ কইর্যা যা পাই মায় পোলায় রাইন্দা বাইর্যা খাইতাম। এহন মোর হেই ঘরডুও ভাইঙ্গা হালাইছে। মোর পোলাডা লইয়া মুই এহন কুম্মে থাকমু?’ নিজের অবশেষ আশ্রয়টুকু হারিয়ে এসব বলছিলেন চল্লিশোর্ধ্ব নারী রোকেয়া।
আজ সোমবার বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ করা হয়। এতে ওই এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। হঠাৎ এ উচ্ছেদ অভিযান পরিচালনা করায় অনেকের আসবাবপত্রও ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারগুলোর দাবি।
স্থানীয়রা বলছে, প্রায় ৩০ বছর ধরে বরগুনা সদর হাসপাতাল সংলগ্ন পুকুরপাড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে শতাধিক পরিবার বসবাস করে আসছে। এদের মধ্যে অনেকে এলাকা ছাড়লেও সবশেষ অর্ধশতাধিক পরিবার সেখানে ছোট ঘর তুলে বসবাস করত। মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছিল। সোমবার জেলা প্রশাসনের অভিযানে ওই পরিবারগুলোর শতাধিক মানুষ আশ্রয় হারিয়ে পথে বসেছে।
উচ্ছেদ অভিযানে গৃহহীন দিনমজুর সুখীরাম বলেন, ‘হারাদিন কাজ কাম কইর্যা যা পাই হেইয়া দিয়ে বউ-বাচ্চা নিয়ে কোনোভাবে চলতাম। সরকারি জমিতে ঘর উডাইয়া থাকতাম, হেই ঘরডাও আইজগ ভাইঙ্গা দেছে। বাসা ভাড়া নিয়ে থাহার সামর্থ্য নাই। হেইতে এহন খোলা আকাশের নিচে আশ্রয় নিছি। সরকার লাখ লাখ রোহিঙ্গাকে থাহার জাগা দেছে, আর মোগো মতো ছিন্নমূলদের উচ্ছেদ করেছে।’
ভুক্তভোগী রিকশাচালক জামাল হোসেন বলেন, ‘আমি গত ২৫-৩০ বছর ধরে এখানে বসবাস করছি। আমার আরও কোথাও জায়গা-জমি নেই। আমি এখন কোথায় থাকব? রাস্তার পাশে খোলা আকাশের নিচে থাকতে হবে। সরকার যেন আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে সেই দাবি জানাচ্ছি।’
বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, ‘ওই জমি সরকারের গণপূর্ত বিভাগের। তারা সম্প্রতি জমি দখলমুক্ত করতে আমাদের সহায়তা চেয়েছে। আমরা বিধি মোতাবেক সেখানে অভিযান চালিয়েছি। ছিন্নমূল বাসিন্দাদের থাকার জায়গা নেই এটা সত্য, কিন্তু আমাদেরও তো কিছু করার নেই। ক্ষতিগ্রস্তরা যদি আমাদের কাছে আবেদন করে তবে তাদের যাচাই বাছাই করে সরকারিভাবে আশ্রয়ের বিষয়টি আমরা দেখব।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৯ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১১ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৩ মিনিট আগে