Ajker Patrika

স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, ১১ দিন পর গ্রেপ্তার যুবক

ঝালকাঠি প্রতিনিধি
স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, ১১ দিন পর গ্রেপ্তার যুবক

ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বয়সী স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। ঘটনার ১১ দিন পর গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব ৮ এর অধিনায়ক মাহমুদুল হাসান। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম সাকিব হোসেন (২২)। তিনি উপজেলার উপজেলার মৃত নুরুর ছেলে। বাইপাস এলাকায় ভাড়া থাকতেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এক আত্মীয়ের বাড়িতে থেকে লেখাপড়া করে। বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় ওই ছাত্রীটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন সাকিব। গত ৫ মে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই স্কুলছাত্রী তার খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। রাস্তায় একা পেয়ে মুখে গামছা বেঁধে ওই ছাত্রীকে একটি নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করেন। পরে ধর্ষণের ঘটনা কাউকে না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় স্বজনেরা ওই ছাত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।

র‍্যাবের অধিনায়ক মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আসামির সঙ্গে কথা বলে জানতে পেরেছি, সে মাদকাসক্ত এবং ওই ছাত্রীকে সে উত্ত্যক্ত করত। তাঁর টার্গেট ছিল ওই মেয়েকে সে ধর্ষণ করবে।’ 

মাহমুদুল হাসান আরও বলেন, ‘পরে র‍্যাব ৮ ও র‍্যাব ১০ এর যৌথ অভিযানে ঢাকার তেজগাঁও এলাকা থেকে গতকাল (মঙ্গলবার) বিকেলে আসামিকে গ্রেপ্তার করে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত