Ajker Patrika

বরিশালে করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে

প্রতিনিধি, বরিশাল
বরিশালে করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে

বরিশাল বিভাগে করোনা পজিটিভ শনাক্ত ও মৃত্যু দুটিই কমেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজিটিভ হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছেন ৪১৪ জন। যা বুধবারের চেয়ে ২০৮ জন কম। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪৩ দশমিক ২৬।

গতকাল বুধবার বিভাগের ৬ জেলায় ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জন পজিটিভ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ০৭।

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা জে খান স্বপন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালের করোনা ওয়ার্ডে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১০ জন মারা গেছেন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন পজিটিভ শনাক্ত হন। সে হিসাবে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫। যা বুধবার ছিল ৬৯ দশমিক ১৪।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। পজিটিভ শনাক্ত একমাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে বরগুনা জেলাতে।

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীর জেলায় ৩৯ জন, বরগুনা জেলায় ৬২ জন, পিরোজপুরে ৬১ জন, ঝালকাঠিতে ২১৮ জন এবং ভোলায় ৩৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

বরিশাল জেলাতে পরীক্ষা ও শনাক্তের সংখ্যা দুটিই বেশি। এ জেলাতে ২৭০ জনের নমুনা পরীক্ষায় ১২৫ জন পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৬০।

দক্ষিণাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের ২০০ শয্যার করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। যার মধ্যে ৫৭ জন পজিটিভ শনাক্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে চাকরির বাজারে কম দামি ১২ ডিগ্রি, কদর বাড়ানোর উপায় কী

পোশাক কারখানায় রাতভর নির্যাতনে ইলেকট্রিশিয়ানের মৃত্যু, সহকর্মী গ্রেপ্তার

চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, অভিযোগ শ্রমিক-ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

হত্যার দায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত রাজশাহীর ৭ বন্দীর সাজা মওকুফ

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু ‘বিষক্রিয়ায়’, কেয়ারটেকার চাচাকে সন্দেহ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত