Ajker Patrika

ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি
ভোলায় ছাত্রদল নেতা নুরে আলমের দাফন সম্পন্ন

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টার দিকে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নুরে আলমের মরদেহ ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ গ্রামের নিজ বাড়িতে আনা হয়।

নুরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘নুরে আলমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ভোলার সাধারণ মানুষ আজ শোকার্ত। তারা ভাষা হারিয়ে ফেলেছে। জনগণের দাবি পূরণ করার জন্য এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য রাজপথে নামার উদ্যোগ নিয়েছিল নুরে আলম। তাঁকে রাজপথেও নামতে দেওয়া হয়নি। বিনা প্ররোচনায় এবং বিনা উসকানিতে এ নিরীহ যুবক নুরে আলম ও রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের এ কলঙ্ক কোনোদিন মুছবে না।’ 

জানাজায় বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। ভোলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লোকমান হোসেন জানাজা পড়ান।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত