ভোলা প্রতিনিধি
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টার দিকে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নুরে আলমের মরদেহ ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
নুরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘নুরে আলমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ভোলার সাধারণ মানুষ আজ শোকার্ত। তারা ভাষা হারিয়ে ফেলেছে। জনগণের দাবি পূরণ করার জন্য এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য রাজপথে নামার উদ্যোগ নিয়েছিল নুরে আলম। তাঁকে রাজপথেও নামতে দেওয়া হয়নি। বিনা প্ররোচনায় এবং বিনা উসকানিতে এ নিরীহ যুবক নুরে আলম ও রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের এ কলঙ্ক কোনোদিন মুছবে না।’
জানাজায় বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। ভোলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লোকমান হোসেন জানাজা পড়ান।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।
ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার আলতাজের রহমান ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাত ১০টার দিকে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নুরে আলমের মরদেহ ঢাকা থেকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে ভোলা সদর উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ গ্রামের নিজ বাড়িতে আনা হয়।
নুরে আলমের জানাজায় অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘নুরে আলমের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। ভোলার সাধারণ মানুষ আজ শোকার্ত। তারা ভাষা হারিয়ে ফেলেছে। জনগণের দাবি পূরণ করার জন্য এবং জনজীবনে স্বাচ্ছন্দ্য আনার জন্য রাজপথে নামার উদ্যোগ নিয়েছিল নুরে আলম। তাঁকে রাজপথেও নামতে দেওয়া হয়নি। বিনা প্ররোচনায় এবং বিনা উসকানিতে এ নিরীহ যুবক নুরে আলম ও রহিমকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের এ কলঙ্ক কোনোদিন মুছবে না।’
জানাজায় বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এবং জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ অংশ নেন। ভোলা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. লোকমান হোসেন জানাজা পড়ান।
উল্লেখ্য, গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাতে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।
বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৪ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১৩ মিনিট আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
২২ মিনিট আগেরংপুর মহানগরীর সেনপাড়ার বাসিন্দা জাহিদা খাতুন। গত বছর মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগেছেন এই গৃহবধূ। আক্ষেপ করে তিনি বলেন, ‘ডেঙ্গু জ্বরের কষ্ট কী জিনিস বুঝেছি। এ জ্বরে আক্রান্ত হলে কেউ বাঁচে, কেউ মারা যায়। আমরা ট্যাক্স, ভ্যাট দেই, কিন্তু মশা তাড়াতে সিটি করপোরেশনের কোনো কার্যক্রম দেখি না। দিনে-রাতে সমান...
২৬ মিনিট আগে