Ajker Patrika

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে যুবক আটক

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ছড়ানোর অভিযোগে যুবক আটক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম মহিউদ্দিন বয়াতি (৩০)। আজ শুক্রবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের স্লইজ বাজার থেকে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক মহিউদ্দিন ওই ইউনিয়নের পূর্ব চরমোন্তাজ গ্রামের হালেম বয়াতির ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, টিকটকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে নিজের ফেসবুকের মাধ্যমে সেটি ছড়ানোর অভিযোগ তাকে আটক করা হয়। শুক্রবার রাতে চরমোন্তাজ স্লুইজ বাজার থেকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীরা। 
  
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মাদ মিজান বলেন, 'প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগ তাকে (মহিউদ্দিন) আমাদের কাছে দিয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত