Ajker Patrika

আমতলীতে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার

আমতলী (বরগুনা) প্রতিনিধি 
আমতলী সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
আমতলী সরকারি কলেজ। ছবি: সংগৃহীত

বরগুনা আমতলীতে এইচএসসি ও আলিম পরীক্ষার অসদুপায় অবলম্বনের দায়ে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খাঁন এদের বহিষ্কার করেন। আজ বিকেলে আমতলী বন্দর হোসেনিয়া ফাজিল মাদ্রাসা এবং সকালে আমতলী সরকারি কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

জানা গেছে, আমতলী হোসেনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আজ বিকেলে উপজেলার চারটি কলেজের কারিগরি শাখার এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও রোকনুজ্জামান খাঁন কেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় অসদুপায় অবলম্বনের দায়ে আমতলী সরকারি কলেজের কারিগরি শাখার চারজন ও চাওড়া টেকনিক্যাল কলেজের কারিগরি শাখার একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন তিনি। একই দিন সকালে আমতলী সরকারি কলেজের মাদ্রাসা কেন্দ্রের আমতলী বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার একজন, ন ম আমজাদিয়া সিনিয়র মাদ্রাসার একজন, তালতলী ছোট ভাইজোড়া সিনিয়র মাদ্রাসার একজন ও পশ্চিম চিলা ফাজিল মাদ্রাসার একজন, মোট চারজন আলিম পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খাঁন বলেন, কারিগরি শাখার এইচএসসি ও মাদ্রাসার আলিম পরীক্ষার ৯ পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত