Ajker Patrika

বঙ্গোপসাগরে লঘুচাপ, পটুয়াখালীতে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

প্রতিনিধি, দুমকি ও পটুয়াখালী
বঙ্গোপসাগরে লঘুচাপ, পটুয়াখালীতে ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ লঘুচাপের প্রভাবে গতকাল মঙ্গলবার দুপুর থেকে পটুয়াখালীতে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির মাঝে গতকাল ২৭ জুলাই রাত ৯টার থেকে ১২টা পর্যন্ত ঘূর্ণিঝড় চলে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত ২৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত ২০০৬ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।

এ বৃষ্টিপাত ও বন্যায় সাগর ও নদীর পানির উচ্চতা ৩ থেকে ৪ ফুট বেড়েছে। দুমকি উপজেলার বিভিন্ন স্থানে ছোট-বড় অনেক গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। কোথাও কোথাও তার ছিঁড়ে গেছে, গতকাল থেকে বন্ধ রয়েছে উপজেলার বিদ্যুৎ সংযোগ। বৃষ্টিপাতের কারণে আমনের বীজতলাসহ বহু ফসলি জমি তলিয়ে গেছে। অনেক বাড়ির উঠানে পানি জমেছে, সবজির খেত সহ বিভিন্ন এলাকার মাছের ঘের ডুবে রয়েছে। ঘূর্ণিঝড়ে বিভিন্ন এলাকায় বেশ কিছু গাছ উপরে ঘরের ওপর পড়লেও কেউ হতাহত হয়নি।

লঘুচাপ উত্তাল বঙ্গোপসাগরমুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঝড়ে ক্ষতিগ্রস্ত ছিদ্দিক ও ইব্রাহীম মোল্লা বলেন, কপালের জোরে বেঁচে গেছি। গাছটি আমাদের ঘর নিয়েছে; আমরা তো মরি নাই। আরেকটু হলে গাছের চাপায় ঘরের সঙ্গে পিষ্ট হয়ে যেতাম।

পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, নিম্নচাপ, ভারী বর্ষণ ও ঝড়ের ফলে নদীর পানি তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া পায়রা-লোহালিয়া ও তেঁতুলিয়া প্রধান তিনটি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। যার ফলে উপকূলের নিমাঞ্চল প্লাবিত হয়েছে। পটুয়াখালী সংলগ্ন বঙ্গোপসাগর এখনো বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপও আগের চেয়ে কিছুটা বেড়েছে। তাই পায়রা বন্দরকে স্থানীয় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে সাগর উত্তাল থাকায় মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। এরই মধ্যে জেলার মৎস্য বন্দরগুলোতে বহু মাছ ধরার ট্রলার নোঙর করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত