Ajker Patrika

ব্যানারে ইউপি চেয়ারম্যানের নাম না থাকায় ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪০
ব্যানারে ইউপি চেয়ারম্যানের নাম না থাকায় ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড

বরগুনার আমতলীতে ব্যানারে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নাম না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পণ্ড করে দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আমতলী উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষা কার্যালয় সরকারিভাবে ইউনিয়নে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। আজ ছিল উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে ইউনিয়নের সব বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা গোজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হয়।

সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বেলা একটার দিকে সন্ত্রাসী শাহিন হাজী, হাসান, বাদল ও সুজনের নেতৃত্বে সাত-আটজন এসে ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকায় শিক্ষকদের গালাগাল করে ব্যানার ছিঁড়ে ফেলেন। পরে তাঁরা অনুষ্ঠান বন্ধ করে দেন। 

এ সময় মাঠে থাকা শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শিশু ও অভিভাবক ভয়ে দৌড়ে মাঠ ছেড়ে পালান। 

শাহীন ও হাসান বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ‘ইউপি চেয়ারম্যানের লোকজন এসে শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে ক্রীড়ানুষ্ঠান বন্ধ করে দিয়েছে। আমরা অনুষ্ঠান বন্ধ না করতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা তা শোনেনি।’ 

আমতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. মনিরুজ্জামান বলেন, ‘ব্যানারে ইউপি চেয়ারম্যানের নাম না থাকায় তাঁর লোকজন ব্যানার ছিঁড়ে নিয়ে ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে বলে খবর পেয়েছি।’ 

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল আলম বলেন, দুই দিনব্যাপী অনুষ্ঠানের আগামীকাল বাকি অংশ হবে। 

তবে গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এইচ এম মনিরুল ইসলাম মনি ব্যানার ছেঁড়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ অনুষ্ঠানের খবর প্রশাসনের কেউ জানে না। তাই ইউএনও ক্রীড়া অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন। আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে এমন মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন।’ 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, খোঁজখবর নিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারিভাবে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠান বন্ধ ও ব্যানার ছিঁড়ে নেওয়ার ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

বরগুনার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন বলেন, খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত