মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা ছুটছেন ক্লিনিকগুলোতে। এই সুযোগে ক্লিনিকগুলো ডেঙ্গু পরীক্ষার বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি হাসপাতালের তুলনায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে। টাকার অভাবে অনেক রোগী পরীক্ষা করাতে পারছেন না। সরবরাহ না থাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
তবে রোগীদের অভিযোগ, ক্লিনিক ব্যবসা ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহে গড়িমসি করছে।
জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জ্বরের ক্ষেত্রে রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। জুলাই মাসে মুলাদী উপজেলায় সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়।
রোগীরা জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬০ টাকা নেওয়া হতো। সেখানে বন্ধ হওয়ায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় নিচ্ছে ১ হাজার টাকা।
উপজেলার চরমালিয়া গ্রামের রেজাউল সিকদার জানান, গত ১৯ জুলাই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে কিট না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরে গত বৃহস্পতিবার মেয়ের ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে গেলে জানানো হয় কিট নেই।। দীর্ঘদিন ধরে কিট না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
অভিযোগের বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কবে নাগাদ কিট পাওয়া যাবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিট এলেই হাসপাতালে পুনরায় পরীক্ষা শুরু হবে।
বরিশালের মুলাদী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিটের সংকটে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা বন্ধ থাকায় রোগীরা ছুটছেন ক্লিনিকগুলোতে। এই সুযোগে ক্লিনিকগুলো ডেঙ্গু পরীক্ষার বাড়তি টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
সরকারি হাসপাতালের তুলনায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কয়েক গুণ বেশি টাকা খরচ হচ্ছে। টাকার অভাবে অনেক রোগী পরীক্ষা করাতে পারছেন না। সরবরাহ না থাকায় হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে না বলে স্বীকার করেছেন স্বাস্থ্য কর্মকর্তা।
তবে রোগীদের অভিযোগ, ক্লিনিক ব্যবসা ধরে রাখতে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু পরীক্ষার কিট সংগ্রহে গড়িমসি করছে।
জানা গেছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারণ জ্বরের ক্ষেত্রে রোগীদের ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। জুলাই মাসে মুলাদী উপজেলায় সাধারণ জ্বর ও ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে যায়।
রোগীরা জানান, হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৬০ টাকা নেওয়া হতো। সেখানে বন্ধ হওয়ায় ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় নিচ্ছে ১ হাজার টাকা।
উপজেলার চরমালিয়া গ্রামের রেজাউল সিকদার জানান, গত ১৯ জুলাই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে কিট না থাকার অজুহাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রায় দুই সপ্তাহ পরে গত বৃহস্পতিবার মেয়ের ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে গেলে জানানো হয় কিট নেই।। দীর্ঘদিন ধরে কিট না থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিচ্ছে না।
অভিযোগের বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। কবে নাগাদ কিট পাওয়া যাবে তা নিশ্চিত বলা যাচ্ছে না। কিট এলেই হাসপাতালে পুনরায় পরীক্ষা শুরু হবে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে