মুলাদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মুলাদীতে যুবদলের মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকায় এ হামলা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি মোটরসাইকেলের বহর নিয়ে মুলাদী উপজেলা সদরে আসার সময় এই হামলার শিকার হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদারের অভিযোগ, হামলায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
মিজানুর রহমান হাওলাদার আরও জানান, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট ইউনুছ আলী রবি কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার তিনি সড়কপথে মৃধারহাট হয়ে মুলাদী উপজেলায় আসছিলেন। এ সময় উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁকে স্বাগত জানান।
শান্তিপূর্ণ মোটরসাইকেলের বহরটি মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল অতর্কিত হামলা চালান। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার, যুবদল নেতা অপু হাওলাদার, শাহাদাত হোসেন, মাসুম মৃধা, রামিম হোসেন, মিরাজ মৃধাসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুনরায় হামলার ভয়ে আহতরা মুলাদী হাসপাতলে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।
পৌর যুবদল নেতা জসিম সিকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা চালান। পরে মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় অর্ধশতাধিক বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল জানান, যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দের।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘যুবদলের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের মুলাদীতে যুবদলের মোটরসাইকেলের বহরে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাছুয়া ইউনিয়নের বাঁশতলা বাজার এলাকায় এ হামলা হয়। কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুছ আলী রবি মোটরসাইকেলের বহর নিয়ে মুলাদী উপজেলা সদরে আসার সময় এই হামলার শিকার হন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদারের অভিযোগ, হামলায় উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদলের কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা ১৫-২০টি মোটরসাইকেল ভাঙচুর করেছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েলের নেতৃত্বে ছাত্রলীগের ১৪-১৫ জন কর্মী ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
মিজানুর রহমান হাওলাদার আরও জানান, মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট ইউনুছ আলী রবি কেন্দ্রীয় যুবদলের সহ-আইনবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। শুক্রবার তিনি সড়কপথে মৃধারহাট হয়ে মুলাদী উপজেলায় আসছিলেন। এ সময় উপজেলা যুবদলের নেতা-কর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে তাঁকে স্বাগত জানান।
শান্তিপূর্ণ মোটরসাইকেলের বহরটি মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় পৌঁছলে উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল অতর্কিত হামলা চালান। এ সময় পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম সিকদার, যুবদল নেতা অপু হাওলাদার, শাহাদাত হোসেন, মাসুম মৃধা, রামিম হোসেন, মিরাজ মৃধাসহ কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হন। পুনরায় হামলার ভয়ে আহতরা মুলাদী হাসপাতলে ভর্তি না হয়ে বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছেন।
পৌর যুবদল নেতা জসিম সিকদার জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে যুবদলের নেতা-কর্মীরা জড়ো হন। ওই সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল নেতা-কর্মীদের ওপর প্রথমে হামলা চালান। পরে মৃধারহাট থেকে মুলাদী আসার পথে বাঁশতলা এলাকায় অর্ধশতাধিক বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে যুবদল কর্মীদের ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল জানান, যুবদলের নেতা-কর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে মিছিল করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দের।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মণ্ডল বলেন, ‘যুবদলের ওপর হামলার বিষয়টি আমার জানা নাই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে