Ajker Patrika

বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থী হচ্ছেন জামায়াতের ৪ নেতা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৩১
বরিশাল সিটি নির্বাচন: কাউন্সিলর প্রার্থী হচ্ছেন জামায়াতের ৪ নেতা 

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর চারজন নেতা কাউন্সিলর প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন সাবেক কাউন্সিলরও রয়েছেন। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন বলে আজ বৃহস্পতিবার জানিয়েছেন প্রার্থীরা। 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রার্থী হওয়া জামায়াত নেতারা হলেন নগরের ১৪ নম্বর ওয়ার্ড থেকে মহানগর শাখার আইনবিষয়ক সম্পাদক সালাউদ্দিন মাসুম, ২৩ নম্বর ওয়ার্ডে মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান, ২৭ নম্বর ওয়ার্ডে মনির হোসেন তালুকদার এবং ২৯ নম্বর ওয়ার্ডে মীর মাহবুব হোসেন। 
চারজনের মধ্যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯ নম্বর ওয়ার্ডের মাহবুবুর রহমান। তিনি আজকের পত্রিকাকে বলেন, সমাজ পরিবর্তনের একমাত্র হাতিয়ার হচ্ছে নির্বাচন। এ বিশ্বাস থেকেই তিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন। 

এবারও ২৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান বলেন, দলের প্রান্তিক নেতা-কর্মীদের রাজনীতিতে সক্রিয় রাখার কৌশল হিসেবে কাউন্সিলর প্রার্থী হয়েছেন তাঁরা। সালাউদ্দিন মাসুম এর আগে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। 

এ ব্যাপারে বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর আজকের পত্রিকাকে বলেন, কাউন্সিলর প্রার্থী হতে দলের বিধিনিষেধ নেই, আবার দল থেকে কাউকে উৎসাহিতও করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত