Ajker Patrika

বরগুনায় অনিবন্ধিত ১৮ ক্লিনিক বন্ধ

বরগুনা প্রতিনিধি
বরগুনায় অনিবন্ধিত ১৮ ক্লিনিক বন্ধ

বরগুনা জেলার ১৮টি অনিবন্ধিত ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি ‘ভবিষ্যতে কার্যক্রম পরিচালনা হবে না মর্মে’ মালিকদের লিখিত অঙ্গীকারও রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন মোহাম্মদ ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যেসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদন করেনি বা আবেদন করেছে কিন্তু নিবন্ধন এখনো পায়নি এ রকম ১৮টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে আমতলী উপজেলায় দুটি, বামনা উপজেলায় পাঁচটি, বরগুনা সদর উপজেলায় চারটি, পাথরঘাটা উপজেলায় পাঁচটি ও তালতলী উপজেলায় দুটি।

স্বাস্থ্য বিভাগ জানায়, ১৮টি অনিবন্ধিত ও আবেদিত কিন্তু শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বরগুনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর বলেন, বরগুনা সদর উপজেলায় ৪টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নিবন্ধন না পাওয়া পর্যন্ত আর কোনো কার্যক্রম পরিচালনা করবে না মর্মে মালিক পক্ষ লিখিত অঙ্গীকার করেছে।

একইভাবে আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার অনিবন্ধিত ও শর্ত পূরণে ব্যর্থ এমন আবেদিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছেন সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিভিল সার্জন ড. মোহাম্মদ ফজলুল হক বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। জেলার ছয়টি উপজেলায় মোট ১৮টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বরগুনা জেলার প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে যথাযথ মনিটরিং এর আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত