Ajker Patrika

ব‌রিশাল নগর ছাত্রলী‌গের ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ১৬ মে ২০২৩, ০০: ৫১
ব‌রিশাল নগর ছাত্রলী‌গের ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা

ব‌রিশাল নগর ছাত্রলী‌গের আহ্বায়ক ক‌মিটি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে। আজ ‌সোমবার রা‌তে ছাত্রলী‌গের কেন্দ্রীয় সভাপ‌তি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। রাত সোয়া ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান তাঁর ফেসবু‌কে বিজ্ঞপ্তিটি প্রকাশ ক‌রেন। আহ্বায়ক গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কমিটি বাতিল করা হলো।

বিজ্ঞ‌প্তি‌তে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নিবার্হী সংস‌দের জ‌রুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ব‌রিশাল মহানগর ছাত্রলী‌গের আহ্বায়ক ক‌মি‌টি বিলুপ্ত করা হ‌লো।

জানা গে‌ছে, নগর ছাত্রলীগ গঠ‌নের পরপরই বরিশা‌লে একাংশ বি‌ক্ষোভ ক‌রে। অভিযোগ ওঠে ক‌মি‌টির আহ্বায়ক রইজ আহ‌মেদ মান্না একজন শ্রমিকলীগ নেতা এবং বিবা‌হিত। অন্যরা ছি‌লেন বিত‌র্কিত। কিন্তু মেয়র সা‌দি‌কের আশীর্বাদপুষ্ট হওয়ায় তারা নগর ছাত্রলী‌গে রাতারা‌তি নেতা ব‌নে যান।

২০২২ সা‌লের ২৩ জুলাই নগর ছাত্রলী‌গের আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হয়। গতকাল রোববার রা‌তে নৌকার ৩ সমর্থকদের ওপর হামলার অভি‌যো‌গে রা‌তেই গ্রেপ্তার হন মেয়র সা‌দি‌কের ‘খ‌লিফা’ খ‌্যাত ছাত্রলীগ আহ্বায়ক রইজ আহ‌মেদ মান্না। মান্নার বিরু‌দ্ধে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজি, ইউএনওর বাসায় হামলা, থানা ঘেরাও, দোকান বুলডোজার দি‌য়ে ভেঙে ফেলার অভিযোগ র‌য়ে‌ছে ব‌লে জানান নৌকার‌ মেয়র প্রার্থীর নির্বাচন প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য ও ছাত্রলীগ নেতা মঈন তুষার।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

‘ম্যামের মুখটা দেখলাম, মনে হলো—শুয়ে আছেন, কিছুই হয়নি তাঁর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত