Ajker Patrika

অপহৃত নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অপহৃত নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক গ্রেপ্তার

কুয়াকাটায় হোটেল রেডিয়েশনে অপহরণের পর নারীদের দিয়ে পতিতাবৃত্তির অভিযোগে হোটেল মালিক মো. নুর হোসেন খানকে গ্রেপ্তার করেছে টুরিস্ট পুলিশ। গতকাল রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত নুর হোসেন খান নীলগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. মতি খানের ছেলে। তিনি ওই হোটেলের মালিক। 

স্থানীয় সূত্রে জানা যায়, ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বাসিন্দা মো. শানু মাঝি ও মো. নুরু হোসেন খান এই হোটেল পরিচালনার (ভাড়া সূত্রে) দায়িত্বে আছেন। নুর হোসেন খান বিভিন্ন পতিতাদের তাঁর স্ত্রীর পরিচয়ে এনে দেহব্যবসার কাজ করে আসছিল। 

কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক মো. হাচনাইন পারভেজ বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করার জন্য মহিপুর থানায় সোপর্দ করা হয়েছে। কুয়াকাটার কিছু চিহ্নিত হোটেলে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ আছে।   

এ ব্যাপারে মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, খুলনা থেকে অপহরণ করে এনে এক নারীকে দিয়ে পতিতাবৃত্তি পেশায় বাধ্য করার অভিযোগে গতকাল রোববার মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

উল্লেখ্য, এর আগে ওই হোটেলে দেহব্যবসা করা হয় এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত