Ajker Patrika

ইটভাটায় শ্রমিককে ৩ দিন শিকলে বেঁধে নির্যাতনের পর মৃত্যু 

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ইটভাটায় শ্রমিককে ৩ দিন শিকলে বেঁধে নির্যাতনের পর মৃত্যু 

বরগুনার আমতলীর ইটভাটার কক্ষে এক শ্রমিককে তিন দিন ধরে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। ভাটার সরদার ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন নিহত শ্রমিক আনিস গাজীর (৫৫) স্ত্রী ফিরোজা। 

এদিকে শ্রমিককে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে একটি গাড়ি করে অন্যত্র নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ফিরোজার। পরে ঘটনাস্থলে স্বজনেরা উপস্থিত হলে তাঁরা ব্যর্থ হন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) রুহুল আমিন ও ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী এলাকার আইএসএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় সংরক্ষিত নারী ইউপি সদস্য নাসিমা বেগমের ছোট ছেলে রাকিবকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। আর এক শ্রমিকের কক্ষ থেকে লোহার শিকল উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে ওই ইটভাটার সব শ্রমিক পালিয়ে গেছেন। 

স্থানীয় সূত্র জানায়, উপজেলা ডালাচারা গ্রামের চাঁন গাজীর ছেলে আনিস গাজী গত আগস্ট মাসে কালিবাড়ী এলাকায় আইএসএসবি ইট ভাটায় কাজ করতে ইটভাটার সরদার ছালাম চৌকিদারের কাছ থেকে ৪০ হাজার টাকা দাদন নেয়। গত এক মাস আগে ভাটায় কাজ যোগ দেন তিনি। টাকা পরিশোধ না করে ১৫ দিন কাজ করে আনিস পালিয়ে যায়। 

স্ত্রী ফিরোজা ও শিশু ছেলে শাহা গাজীর (৮) অভিযোগ, ভাটার কাজ শুরুর সময় থেকে সরদার ছালাম ও তাঁর লোকজন আনিস গাজীকে মারধর করছেন। এ জন্য কাজে যেতেন না তিনি। 

নিহতের স্ত্রী ফিরোজা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় ইটভাটার সরদার ছালাম চৌকিদার, সবুজ ও খালেক আমার স্বামীকে বাড়ি থেকে তুলে আনে। পর দিন শুক্রবার দুপুরে আমি এসে দেখি তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। গত তিন দিন আমার স্বামীকে একটি ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে আটকে রেখে নির্যাতন করেছে। ঘর থেকে বের হতে দেয়নি। ওই ঘরের মধ্যেই আমার স্বামীকে মলমূত্র ত্যাগ করতে হয়েছে। সরদার ছালাম, সবুজ ও খালেকসহ বেশ কয়েকজন আমার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলেছে।’ 

তিনি আরও বলেন, ‘আমার স্বামীকে নির্যাতনের বিষয়টি ইউপি সদস্য নাসিমাকে জানালে তিনি উল্টো আমার সঙ্গে খাবার আচরণ করেছেন। আমি এ ঘটনার বিচার চাই।’ 

আনিস গাজীর ফুপাতো ভাই আসলাম বলেন, ‘খবর পেয়ে ইটভাটায় এসে দেখি আমার ভাইয়ের মরদেহ লুকানোর জন্য সরদার ছালাম, খালেক ও সবুজসহ ২০-২৫ জন ইটভাটার শ্রমিক গাড়িতে তুলেছে। আমাদের বাঁধার মুখে মরদেহ সরাতে পারেনি। আমার ভাইকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।’ 

অভিযোগ অস্বীকার করে গুলিশাখালী সংরক্ষিত নারী ইউপি সদস্য নাসিমা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে আমার ছেলে সবুজের মোটরসাইকেলে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান ও ফারুক গাজীর ইটভাটার সরদার ছালাম চৌকিদার ও খালেক শ্রমিক আনিস গাজিকে বাড়ি থেকে তুলে আনে। পরে ভাটার একটি কক্ষে লোহার শিকল দিয়ে বেঁধে রাখে। গত তিন দিন ধরেই আনিস ওই কক্ষে বাঁধা ছিল। আজ সকাল ১১টার দিকে জানতে পাই তিনি মারা গেছেন।’ 

তিনি আরও বলেন, মারা যাওয়ার পর ইটভাটার সরদার ছালাম চৌকিদার ও তাঁর লোকজন পা থেকে শিকল খুলে পাশের একটি কক্ষে লুকিয়ে রেখেছে। 

ইটভাটার মালিক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, ‘ওই ইটভাটা আমি চালাই না। গত বছর ফারুক গাজীর কাছে বিক্রি করে দিয়েছি। তবে শুনেছি একজন শ্রমিক নির্যাতনে মারা গেছেন।’ 

তবে ওই ইটভাটায় কয়লা আনার কাজে নিয়োজিত শ্রমিক সুলতান মিয়া বলেন, ‘উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমানের ইটভাটা ফারুক গাজী দেখভাল করেন।’ 

ফারুক গাজী মোবাইল ফোনে বলেন, ‘ওই শ্রমিক অসুস্থ ছিল। তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই ইটভাটা এখন আমিই চালাই। গত বছর ভাইস চেয়ারম্যান ছিল এ বছর তিনি ছেড়ে দিয়েছেন।’ 

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল করা হয়েছে। একটি কক্ষ থেকে লোহার শিকল উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাকিব নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। 

সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) রুহুল আমিন বলেন, আনিস নামের একজন শ্রমিককে ইটভাটার লোকজন লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতনে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত