শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে ‘সুবিধাবঞ্চিত এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সাতখামাইর স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন ও এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন দূর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ও বিএনপি নেতা নূরুল ইসলাম কারি। আরও বক্তব্য দেন পাপিয়া সুলতানা শিলা, জহিরুল আকন্দ রাজু, মনিরুজ্জামান মনির, এনামুল হক আকন্দ ও আব্দুল আজিজ।
বক্তারা সাতখামাইর রেলস্টেশন পুনরায় চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ দিন আন্দোলনকারীরা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস) কাছে একটি স্মারকলিপিও পাঠান।
নূরুল ইসলাম কারি বলেন, ‘গত শুক্রবার সকালে ও শনিবার বিকেলে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আজ আবার একই দাবিতে আন্দোলন করছি। দাবিগুলো পূরণ না হলে লাগাতার কর্মসূচির দিকে যেতে হবে।’
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ‘সাতখামাইর স্টেশনে এলাকাবাসী আন্দোলন করছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশন চালুর দাবিতে ট্রেন চলাচল বন্ধ রেখে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার সকালে ‘সুবিধাবঞ্চিত এলাকার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে সাতখামাইর স্টেশন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সোমবার সকাল ১০টা ২৬ মিনিট থেকে ১০টা ৩৭ মিনিট পর্যন্ত নেত্রকোনাগামী মহুয়া কমিউটার ট্রেন ও এর আগে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন আটকে রাখেন আন্দোলনকারীরা।
সমাবেশে সভাপতিত্ব করেন দূর্লভপুর গ্রামের প্রবীণ ব্যক্তি ও বিএনপি নেতা নূরুল ইসলাম কারি। আরও বক্তব্য দেন পাপিয়া সুলতানা শিলা, জহিরুল আকন্দ রাজু, মনিরুজ্জামান মনির, এনামুল হক আকন্দ ও আব্দুল আজিজ।
বক্তারা সাতখামাইর রেলস্টেশন পুনরায় চালু করা, পর্যাপ্ত জনবল নিয়োগ, মোহনগঞ্জ এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিতকরণ এবং স্টেশনের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান। তাঁরা বলেন, এসব দাবি অবিলম্বে বাস্তবায়ন না হলে রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ দিন আন্দোলনকারীরা রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালকের (অপারেশনস) কাছে একটি স্মারকলিপিও পাঠান।
নূরুল ইসলাম কারি বলেন, ‘গত শুক্রবার সকালে ও শনিবার বিকেলে ট্রেন আটকে বিক্ষোভ ও মানববন্ধন করেছি। আজ আবার একই দাবিতে আন্দোলন করছি। দাবিগুলো পূরণ না হলে লাগাতার কর্মসূচির দিকে যেতে হবে।’
এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা জাহান বলেন, ‘সাতখামাইর স্টেশনে এলাকাবাসী আন্দোলন করছে বলে শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
২ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে