প্রতিনিধি, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহনে ১৯৯১ সালে ১৬৩ নম্বর কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। কিন্তু বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২৪ শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক।
জানা যায়, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে একজন প্রধান শিক্ষক ও ৩ জন সহকারী শিক্ষক ছিলেন। তবে পর্যায়ক্রমে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধানসহ একে একে তিনজন শিক্ষক অবসর গ্রহণ করেন। বাকি আছেন একজন শিক্ষক কাজল রেখা। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে পুরো বিদ্যালয়ের ৫টি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি যাবতীয় দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এমনকি বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নও করেন তিনি। কারণ বিদ্যালয়টিতে নেই চতুর্থ শ্রেণির কোন কর্মচারী। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার পর পুরো বিদ্যালয়ের পাঁচ শ্রেণির শিক্ষার্থীদের একাই পাঠদান করাচ্ছেন কাজল রেখা। এতে চরম বিপত্তিতে পড়েছেন তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক দিয়ে পুরো স্কুলশিক্ষার্থীদের পাঠদান করা সম্ভব না। এতে করে একজনের ওপর যেমন মানসিক চাপ সৃষ্টি হয়। অপরদিকে শিক্ষার্থীদেরও পাঠদানে সমস্যা হচ্ছে। তাই অতি দ্রুত বিদ্যালয়ে আরও শিক্ষক বাড়ানোর দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজল রেখা বলেন, বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২৪ জন শিক্ষার্থীকে একা পাঠদান করাতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ে আরও শিক্ষকের প্রয়োজন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়ের সমস্যার কথা উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তাঁরা।
এ নিয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এখন জেনেছি। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে নতুন শিক্ষক নিয়োগ করা হবে।
ভোলার লালমোহনে ১৯৯১ সালে ১৬৩ নম্বর কুমারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। কিন্তু বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২৪ শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছে মাত্র একজন শিক্ষক।
জানা যায়, এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে একজন প্রধান শিক্ষক ও ৩ জন সহকারী শিক্ষক ছিলেন। তবে পর্যায়ক্রমে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধানসহ একে একে তিনজন শিক্ষক অবসর গ্রহণ করেন। বাকি আছেন একজন শিক্ষক কাজল রেখা। তিনি ২০২১ সালের ১ জানুয়ারি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে পুরো বিদ্যালয়ের ৫টি শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি যাবতীয় দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। এমনকি বিদ্যালয়টি পরিষ্কার পরিচ্ছন্নও করেন তিনি। কারণ বিদ্যালয়টিতে নেই চতুর্থ শ্রেণির কোন কর্মচারী। এরই মধ্যে গত ১২ সেপ্টেম্বর বিদ্যালয় খোলার পর পুরো বিদ্যালয়ের পাঁচ শ্রেণির শিক্ষার্থীদের একাই পাঠদান করাচ্ছেন কাজল রেখা। এতে চরম বিপত্তিতে পড়েছেন তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষক দিয়ে পুরো স্কুলশিক্ষার্থীদের পাঠদান করা সম্ভব না। এতে করে একজনের ওপর যেমন মানসিক চাপ সৃষ্টি হয়। অপরদিকে শিক্ষার্থীদেরও পাঠদানে সমস্যা হচ্ছে। তাই অতি দ্রুত বিদ্যালয়ে আরও শিক্ষক বাড়ানোর দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজল রেখা বলেন, বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১২৪ জন শিক্ষার্থীকে একা পাঠদান করাতে অনেক কষ্ট হয়। বিদ্যালয়ে আরও শিক্ষকের প্রয়োজন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, বিদ্যালয়ের সমস্যার কথা উপজেলা শিক্ষা অফিসে জানানো হয়েছে। শিগগিরই এ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তাঁরা।
এ নিয়ে লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান মিলন বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এখন জেনেছি। আগামী এক সপ্তাহের মধ্যে সেখানে নতুন শিক্ষক নিয়োগ করা হবে।
দীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সাগরপারের সুগন্ধা পয়েন্টে হোটেল-মোটেল জোনের ২০০ কোটি টাকা মূল্যের ২ একর ৩০ শতক খাসজমি দখল করে শতাধিক দোকান নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, জাল কাগজ বানিয়ে একটি সংঘবদ্ধ চক্র ৫ আগস্ট পরবর্তী প্রশাসনিক শিথিলতার সুযোগে হোটেল-মোটেল জোনের বাতিল করা প্লটের এই জমি দখল করেছে।
৩ ঘণ্টা আগেসাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
৬ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
৬ ঘণ্টা আগে