Ajker Patrika

পবিপ্রবিতে বহিরাগতদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পবিপ্রবিতে বহিরাগতদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০ 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের শাখার ছাত্রলীগের কিছু পদ প্রত্যাশী নেতা-কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে এই হামলা চালান। আজ বুধবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে পবিপ্রবির ছাত্রলীগ, স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, সোহেল রানা, মো. জাহিদ, মো. সানিউল ইসলাম, জয়, মো. মেহেদী, জাহিদ হাসান ও রাফসান। আহতদের বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। তারা সবাই ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করায় পবিপ্রবি ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল শেষে পবিপ্রবির প্রথম গেটে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে এগ্রিকালচার বিভাগের গোলাম রাব্বি নামে একজন ছাত্রকে মারধর করা হয়। এরই জেরে আজ এই হামলার ঘটনা ঘটে। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে এবং মেহেদী হাসান তারেককে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে। আমি এবং সাধারণ সম্পাদক সকলকে নিয়ে একত্রে কাজ করার জন্য আহ্বান করি। কিন্তু তারা আমার আহ্বানে সাড়া না দিয়ে ১৪ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর আলাদা আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। আজকের রাতে স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ওপর হামলা করলে আমাদের ৮ জন ছাত্রলীগ কর্মী আহত হয়।’ 

আরাফাত ইসলাম সাগর আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থানীয় কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের সঙ্গে নিয়ে এই হামলা চালায়। এদের মধ্যে মো. সাইফ হোসেন (বিবিবি, ১৫-১৬ সেশন), হাসান মাহমুদ (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ১৫-১৬ সেশন), মো. মোহসিন হোসেন (ব্যবসায় প্রশাসন ১৫-১৬ সেশন), আবুল খায়ের রাব্বি (পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, ১৭-১৮ সেশন), আব্দুল্লা আল কাওছার (সিইসি, ১৬-১৭ সেশন), মো. ফাহাদ হোসেন (ব্যবসা প্রশাসন, ১৬-১৭ সেশন)। তারা স্থানীয় বহিরাগত নিয়ে ছাত্রলীগের ওপর হামলা চালায়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী। 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকাবিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ হোসেন বলেন, ‘নতুন কমিটি হওয়ার পর আমরা বিষয়টি মেনে নিয়েই নিজেদের মতো ক্যাম্পাসের অবস্থান করছি। আমাদের অনেক ছোট ভাই রাজনীতি করছে। তাদেরকে মারধর ও হেনস্তা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতি আমাদের স্থানীয় শিক্ষার্থী গোলাম রাব্বিকে মারধর করা হয়। এ নিয়ে মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মী ও দুমকী উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামসহ স্থানীয় নেতা-কর্মীরা বসেন। সমাধান না করেই সভাপতি ও সাধারণ সম্পাদক চলে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় নেতা-কর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, ‘ছাত্রলীগের কমিটির দৌড়ে অনেকেই থাকেন। কিন্তু সবাই তো পদ পাবেন না, যারা পদ পেয়েছেন এবং যারা পাননি তাদেরকে আমরা একত্রে কাজ করার জন্য বলেছি। তারপরও আজকের অনাকাঙ্ক্ষিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ১০ জন আহত হয়। আহতদের বিশ্ববিদ্যালয় হেলথ কেয়ারে ভর্তি করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে বিপুলসংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত