Ajker Patrika

৩২ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করল ভারতীয় কোস্টগার্ড

বরগুনা প্রতিনিধি
৩২ বাংলাদেশি জেলেকে হস্তান্তর করল ভারতীয় কোস্টগার্ড

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়া ৩২ জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় কোস্টগার্ড। আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া জেলেরা মোংলা পৌঁছেছেন। এর আগে সকালে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ থেকে উদ্ধার করা জেলেদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা জেলায়। রাতেই জেলেদের স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

মোস্তফা চৌধুরী বলেন, বৈরী আবহাওয়া এবং ইঞ্জিনের ত্রুটির কারণে ফিশিং ট্রলার ‘এফভি জান্নাতুল ফেরদৌস, এফভি আব্দুল্লাহ-১ ও এফভি মায়ের দোয়া’ ভাসতে ভাসতে বাংলাদেশ সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় চলে যায়। সমুদ্রে টহলরত অবস্থায় ভারতীয় কোস্টগার্ড জাহাজ গত শনিবার সকাল সাড়ে ৭টার সময় ভারতীয় জলসীমায় ১০ জন জেলেকে উদ্ধার করে এবং তাদের মাধ্যমে জানা যায় আরও মাঝি নিখোঁজ রয়েছে। পরবর্তীতে ভারতীয় কোস্টগার্ড তাদের জাহাজের মাধ্যমে নিখোঁজ জেলেদের উদ্ধারে টহল জোরদার করে এবং আরও ২২ জন জেলেসহ সর্বমোট ৩২ জনকে উদ্ধার করে। এরপর ভারতীয় কোস্টগার্ড আজ (মঙ্গলবার) দুই দেশের কোস্টগার্ডের সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বাংলাদেশ-ভারত সমুদ্র নিয়ন্ত্রণ রেখায় বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিনের কাছে হস্তান্তর করে। এরপর বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ অপরাজেয় বাংলায় মাধ্যমে জেলেদের মোংলা সদর দপ্তরে আনা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘ভারতে উদ্ধার হওয়া জেলেদের খবর শুনে আমরা ভারতের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করি। তারা ফিরিয়ে দিতে রাজি হওয়ার পর সমঝোতার মাধ্যমে ৩২ জেলেকে বুঝে পেয়েছি। বর্তমানে তারা মোংলা সদর দপ্তরে আছে। জেলেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত