Ajker Patrika

কুয়াকাটায় সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৩, ১২: ২২
কুয়াকাটায় সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার গঙ্গামতি সৈকতসংলগ্ন সাগরে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৩ ঘণ্টা পর নাবিল (১৬) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় উদ্ধারকর্মীরা নিখোঁজের স্থান থেকে তার ভাসমান লাশ উদ্ধার করেন। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল বেলা ১১টার দিকে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হয় নাবিল। সে কলাপাড়া পৌর শহরের মৃত বজলুর রহমানের ছেলে। এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নাবিল।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইলিয়াস বলেন, গতকাল শুক্রবার সকালে নাবিল চাপলী গ্রামের তার নানাবাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তাঁরা তিনজনই সৈকতে গোসলে নামে। এ সময় নাবিল সাঁতার না জানায় স্রোতের টানে সাগরে ভেসে যায়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। পরে রাতে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত