নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষ হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড করতে জেলা আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা করেছেন।
জানা গেছে, রাজন ও আবুল দুজনেই বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলের মনোনয়ন চান। উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন জানান, আজ বিকেলে পেয়ারপুর বাজারে কবাই ইউনিয়ন বিএনপির কর্মী সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানে পৌঁছার আগেই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মন্টু গাজী, যুবদলের হাসান ও ছাত্রদলের বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা করেছেন। তাঁরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। হামলায় উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), কর্মী জয়দর হাওলাদার (৭০), সুমন আকনসহ (৫০) অন্তত পাঁচ-সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার প্রতিবাদে রাজন নেতৃত্বে অনুসারীরা কবাই বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং পরে মোটরসাইকেল মহড়া দিয়ে অভিযোগ দিতে থানায় যান। এ সময় সেখানে আবুল হোসেনের লোকজনকে দেখা যায়নি।
অভিযোগের ব্যাপারে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘রাজন বাকেরগঞ্জের কে? তিনি ওখানে কেন গেছেন?’ আবুলের অভিযোগ, দলের মধ্যে বিশৃঙ্খলা করতে এসব করানো হয়েছে। তিনি বলেন, ‘সাবেক সভাপতি কুদ্দুস বহিষ্কৃত। তার ব্যবহার ভালো না। সে জন্য কর্মীরা ধমক দিয়েছিল। এখন চেয়ার-টেবিল ভেঙে নিজেরা নাটক করছে।’
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পেয়ারপুর বাজারে বিএনপির কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক পক্ষের সভায় আরেক পক্ষ হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পেয়ারপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলা (দক্ষিণ) বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন অভিযোগ করেছেন, তাঁর কর্মসূচি পণ্ড করতে জেলা আহ্বায়ক আবুল হোসেন খানের অনুসারীরা হামলা করেছেন।
জানা গেছে, রাজন ও আবুল দুজনেই বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে দলের মনোনয়ন চান। উপজেলায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।
জানতে চাইলে বিএনপি নেতা নজরুল ইসলাম রাজন জানান, আজ বিকেলে পেয়ারপুর বাজারে কবাই ইউনিয়ন বিএনপির কর্মী সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি অনুষ্ঠানে পৌঁছার আগেই ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মন্টু গাজী, যুবদলের হাসান ও ছাত্রদলের বাপ্পির নেতৃত্বে শতাধিক লোক হামলা করেছেন। তাঁরা অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন। হামলায় উপজেলার কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়া (৬২), কর্মী জয়দর হাওলাদার (৭০), সুমন আকনসহ (৫০) অন্তত পাঁচ-সাতজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার প্রতিবাদে রাজন নেতৃত্বে অনুসারীরা কবাই বাজারে বিক্ষোভ মিছিল করেন এবং পরে মোটরসাইকেল মহড়া দিয়ে অভিযোগ দিতে থানায় যান। এ সময় সেখানে আবুল হোসেনের লোকজনকে দেখা যায়নি।
অভিযোগের ব্যাপারে বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন বলেন, ‘রাজন বাকেরগঞ্জের কে? তিনি ওখানে কেন গেছেন?’ আবুলের অভিযোগ, দলের মধ্যে বিশৃঙ্খলা করতে এসব করানো হয়েছে। তিনি বলেন, ‘সাবেক সভাপতি কুদ্দুস বহিষ্কৃত। তার ব্যবহার ভালো না। সে জন্য কর্মীরা ধমক দিয়েছিল। এখন চেয়ার-টেবিল ভেঙে নিজেরা নাটক করছে।’
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পেয়ারপুর বাজারে বিএনপির কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। অ্যাডভোকেট রাজন থানায় গিয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামে গাড়িতে মালপত্র লোড-আনলোডের সিরিয়াল আগে পাওয়া নিয়ে কলহের জেরে এক ট্রাকচালকের ছুরিকাঘাতে আরেক ট্রাকচালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরের সদরঘাট থানার সদরঘাট জেটি গেটের সামনে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগেবরগুনায় ১ হাজার ১৫০টি ইয়াবাসহ জুয়েল মৃধা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) ডিবি পুলিশের একটি দল ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরগুনা সদর উপজেলার লতাবাড়িয়া গ্রামের সুলতান মৃধার ছেলে।
৩৬ মিনিট আগেমাগুরার মহম্মদপুরে খালে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের মো. সাজ্জাদ হোসেনের মেয়ে সিনথিয়া (৮), মো. আনারুলের মেয়ে তারিন (৯) এবং মো. তরিকুলের মেয়ে তানহা...
৩৯ মিনিট আগেশাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না—এ ধরনের অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘ধানের শীষ ৪৭ বছর যাবৎ বিএনপির নির্বাচনী প্রতীক। আপনাদের জন্মের অনেক আগে দেখেছি, ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক।
৪১ মিনিট আগে