নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি।
এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইট বহনকারী ট্রলির সংঘর্ষ হয়েছে। এতে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৭) ও হেলপার রুবেল হাওলাদার (২২) ঘটনাস্থলেই মারা যান। উজিরপুরের মুণ্ডপাশা এলাকায় আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সোহরাব হাওলাদার ও রুবেল হাওলাদারের বাড়ি বামরাইল ইউনিয়নের বরতা গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের হেলপার, সুপারভাইজারসহ বেশ কয়েকজন যাত্রী। ধারণা করা হচ্ছে, কুয়াশায় পথ ঠিকভাবে দেখা না যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি দুটি।
এলাকাবাসী ও পুলিশের তথ্যে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুরের মুণণ্ডপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রলিটি সড়কে ছিটকে পড়ে। অন্যদিকে সড়কের পাশে রেইনট্রি গাছে ধাক্কা খেয়ে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় মহাসড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়। বাসটির চালক পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. জাফর উদ্দিন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘এ দেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আছে। অন্তর্বর্তী সরকার যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করে, তাহলে দেশ আরও অস্থিতিশীল হয়ে উঠবে। যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। আমর
১ মিনিট আগেবগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৯ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
১২ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৮ মিনিট আগে