Ajker Patrika

কলাপাড়ায় ইউপি সচিবকে গালিগালাজ করায় ইউপি সদস্য বরখাস্ত

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় ইউপি সচিবকে গালিগালাজ করায় ইউপি সদস্য বরখাস্ত

পটুয়াখালীর কলাপাড়ার ৬ নম্বর মহিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদারকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখা ১৮ আগস্ট (বুধবার) উপসচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনের তথ্যানুসারে, ইউপি মেম্বর মো. সোবাহান হাওলাদার একই ইউনিয়নের ইউপি সচিব আবদুর রাজ্জাককে অকথ্য ভাষায় গালি-গালাজ, হুমকি-ধমকি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছিল। স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক, পটুয়াখালী এর প্রস্তাব মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১০ / ১১ / ২০২০ তারিখে ১২১৪ নম্বর স্মারকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে অপসারণ করা হবে না তা জানতে চেয়ে পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে এ বিভাগে ব্যাখ্যা প্রেরণের জন্য অনুরোধ করা হয়। 
 
অপরদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫ (৯) ধারা মোতাবেক শূন্য ঘোষণা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। 

এ প্রসঙ্গে অভিযুক্ত ইউপি সদস্য মো. সোবাহান হাওলাদার সাংবাদিকদের জানান, আমার ব্যাপারে সঠিক বিচার করা হয়নি। আমি উচ্চ আদালতের শরণাপন্ন হব।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, আমি প্রজ্ঞাপনটি পেয়েছি। উপজেলা নির্বাচন অফিসারের সঙ্গে যোগাযোগ করে আইনের প্রয়োগ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত