দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
আজ সোমবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঘাট থেকে গোপনে খুলনা ও বাগেরহাটে রেণু পাঠানো হচ্ছিল।
ব্যবসায়ীরা জানান, এলাকাবাসী ট্রাকসহ ৫২ ড্রাম গলদা রেণু আটক করার পর গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রদল নেতা রাজীব এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা নিয়েছেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেনও এই চক্রে জড়িত বলে অভিযোগ ব্যবসায়ীদের।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাজীব বলেন, ‘অবৈধ গলদা রেণুর গাড়ি আটকানোর কথা শুনে আমি ঘাটে যাই। গলদা রেণুর ব্যবসায়ী বেলাল আমাকে গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে আমার বিকাশ নাম্বারে ১৩ হাজার ৫০০ টাকা পাঠায়। আমি তার কাছে টাকা চাইনি; কী কারণে টাকা দিয়েছে, জানি না।’
গলদা রেণু ব্যবসায়ী সোহেল বলেন, ‘রাজীব ভাইয়ের কথামতো আমি বিকাশে টাকা পাঠাই। পরে শুনি রেণুগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
তবে যুবদল নেতা ইয়াসিন আলী খান এবং ছাত্রদল নেতা কাজী তানজিল আহমেদ রিডেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, রেণু পাচারের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘সকাল ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকভর্তি ৫২ ড্রাম গলদা রেণু জব্দ করি। জনসমক্ষে রেণুগুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়।’
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ট্রাকভর্তি ৩০ লাখের বেশি গলদা রেণু অবৈধভাবে অন্যত্র পাঠানোর সময় সেগুলো আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেণুগুলো উদ্ধার করে নদীতে অবমুক্ত করে এবং ট্রাকটি থানায় নিয়ে যায়।
আজ সোমবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঘাট থেকে গোপনে খুলনা ও বাগেরহাটে রেণু পাঠানো হচ্ছিল।
ব্যবসায়ীরা জানান, এলাকাবাসী ট্রাকসহ ৫২ ড্রাম গলদা রেণু আটক করার পর গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে ছাত্রদল নেতা রাজীব এক ব্যবসায়ীর কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা নিয়েছেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আলী খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী তানজিল আহমেদ রিডেনও এই চক্রে জড়িত বলে অভিযোগ ব্যবসায়ীদের।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রাজীব বলেন, ‘অবৈধ গলদা রেণুর গাড়ি আটকানোর কথা শুনে আমি ঘাটে যাই। গলদা রেণুর ব্যবসায়ী বেলাল আমাকে গাড়ি ছাড়িয়ে দেওয়ার কথা বলে আমার বিকাশ নাম্বারে ১৩ হাজার ৫০০ টাকা পাঠায়। আমি তার কাছে টাকা চাইনি; কী কারণে টাকা দিয়েছে, জানি না।’
গলদা রেণু ব্যবসায়ী সোহেল বলেন, ‘রাজীব ভাইয়ের কথামতো আমি বিকাশে টাকা পাঠাই। পরে শুনি রেণুগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে।’
তবে যুবদল নেতা ইয়াসিন আলী খান এবং ছাত্রদল নেতা কাজী তানজিল আহমেদ রিডেন অভিযোগ অস্বীকার করেছেন। তাঁরা দাবি করেন, রেণু পাচারের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলিম বলেন, ‘সকাল ৯টার দিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রাকভর্তি ৫২ ড্রাম গলদা রেণু জব্দ করি। জনসমক্ষে রেণুগুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশে মুচলেকা নিয়ে ট্রাক ছেড়ে দেওয়া হয়।’
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
৫ মিনিট আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
১০ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২৩ মিনিট আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
৩১ মিনিট আগে