Ajker Patrika

ইজিবাইকের দুই শ্রমিককে পেটালেন বাস মালিক সমিতির কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৭: ৩৬
ইজিবাইকের দুই শ্রমিককে পেটালেন বাস মালিক সমিতির কর্মচারী

বরিশাল নগরের রুপাতলীতে ব্যাটারিচালিত ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধরের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির কর্মচারীদের বিরুদ্ধে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাস ও ইজিবাইকের শ্রমিকদের মধ্যে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে। 

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার রুপাতলী বাস টার্মিনাল সংস্কারকাজ উদ্বোধনে এসেছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ সকাল থেকে বাস মালিক সমিতির কর্মচারীরা মেয়রের নাম ভাঙিয়ে বলে আসছিলেন টার্মিনালের আশপাশে কোনো ইজিবাইক রাখা যাবে না। ইজিবাইক রাখতে না দেওয়ার জেরে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বাস মালিক সমিতির কর্মচারীরা ইজিবাইকের শ্রমিক শাওন ও আবদুল্লাহকে মারধর করেন। 

শহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে দুই পক্ষ অবস্থান নেয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মকর্তা, রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ও বাসমালিক নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, একে অপরের ওপর আর হামলা কিংবা ঝামেলায় জড়াবে না। 

রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন বলেন, উভয় পক্ষের সঙ্গে ট্রাফিক পুলিশ বসে সমাধান করেছে। তারা কোনো পক্ষই আর দ্বন্দ্বে জড়াবে না। 
 
ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উপদেষ্টা ডা. মনীষা চক্রবর্তী বলেন, ‘আমাদের দুই চালককে কোনো কারণ ছাড়াই মারধর করা হয়েছে। বিষয়টি ট্রাফিক পুলিশকে জানানো হয়েছে।’

মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এডিসি মো. ফারুক আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষে উত্তেজনা দেখা দিলে তাদের বিশৃঙ্খলা না ঘটাতে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত