আমতলী (বরগুনা) প্রতিনিধি
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা শুরু করেন স্বামী আল আমিন মৃধা। প্রবাসে থাকতে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী রুমা আক্তার। এ নিয়ে সালিস হওয়ার পর স্বামীর সঙ্গে সংসার শুরু করেন রুমা। সম্প্রতি স্বামীর নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে রুমা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্বামী। এদিকে অভিযোগ অস্বীকার করে আল আমিনকে চিনেন না বলে জানান রুমা।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন স্বামী মো. আল আমিন মৃধা। এর আগে গত রোববার (৪ ডিসেম্বর) আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে হয়েছেন আল আমিন। এতে রুমা আক্তার ও তাঁর প্রেমিক অলি উল্লাহ গাজীসহ চারজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আল আমিন মৃধার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল খালেক মৃধার ছেলে। অন্যদিকে রুমা আক্তার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের রিপন মৃধার মেয়ে।
সংবাদ সম্মেলনে আল আমিন জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তিনি দুবাই চলে যান। স্বামীর অবর্তমানে স্ত্রী রুমা আক্তার আমতলী পৌর শহরের সিলভার ব্যবসায়ী আউয়াল গাজীর ছেলে অলিউল্লাহ গাজীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনা আত্মীয়স্বজনের মধ্যে জানাজানি হয়। স্ত্রীকে অনৈতিক পথ থেকে নিবৃত্ত করতে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়।
এরপর ২০১৮ সালে আল আমিন মৃধা দেশে ফিরে এসে ব্যবসা ও সংসার শুরু করেন। কিন্তু সংসার করলেও স্ত্রী রুমা প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখেন। গত রোববার (৪ ডিসেম্বর) স্ত্রী রুমা আক্তার স্বামীর ঘর থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক অলি উল্লার গাজীর হাত ধরে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী রুমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আল আমিন নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।’
এদিকে রুমার বাবা রিপন মৃধা বলেন, ‘আল আমিন আমার মেয়ের স্বামী। এখন শুনতে পাচ্ছি মেয়ে জামাতাকে তালাক দিয়েছে।’ কিন্তু মেয়ে কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়ের খবর আমি জানি না।’
আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তদন্তকারী অফিসার রুপ কুমার পাল বলেন, ‘আদালতের নথিপত্র পেয়েছি। দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা শুরু করেন স্বামী আল আমিন মৃধা। প্রবাসে থাকতে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী রুমা আক্তার। এ নিয়ে সালিস হওয়ার পর স্বামীর সঙ্গে সংসার শুরু করেন রুমা। সম্প্রতি স্বামীর নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে রুমা পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন স্বামী। এদিকে অভিযোগ অস্বীকার করে আল আমিনকে চিনেন না বলে জানান রুমা।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেন স্বামী মো. আল আমিন মৃধা। এর আগে গত রোববার (৪ ডিসেম্বর) আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে হয়েছেন আল আমিন। এতে রুমা আক্তার ও তাঁর প্রেমিক অলি উল্লাহ গাজীসহ চারজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
আল আমিন মৃধার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আব্দুল খালেক মৃধার ছেলে। অন্যদিকে রুমা আক্তার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের রিপন মৃধার মেয়ে।
সংবাদ সম্মেলনে আল আমিন জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তিনি দুবাই চলে যান। স্বামীর অবর্তমানে স্ত্রী রুমা আক্তার আমতলী পৌর শহরের সিলভার ব্যবসায়ী আউয়াল গাজীর ছেলে অলিউল্লাহ গাজীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনা আত্মীয়স্বজনের মধ্যে জানাজানি হয়। স্ত্রীকে অনৈতিক পথ থেকে নিবৃত্ত করতে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়।
এরপর ২০১৮ সালে আল আমিন মৃধা দেশে ফিরে এসে ব্যবসা ও সংসার শুরু করেন। কিন্তু সংসার করলেও স্ত্রী রুমা প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখেন। গত রোববার (৪ ডিসেম্বর) স্ত্রী রুমা আক্তার স্বামীর ঘর থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক অলি উল্লার গাজীর হাত ধরে পালিয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী রুমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আল আমিন নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার কোনো সম্পর্ক নেই।’
এদিকে রুমার বাবা রিপন মৃধা বলেন, ‘আল আমিন আমার মেয়ের স্বামী। এখন শুনতে পাচ্ছি মেয়ে জামাতাকে তালাক দিয়েছে।’ কিন্তু মেয়ে কোথায় আছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেয়ের খবর আমি জানি না।’
আমতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তদন্তকারী অফিসার রুপ কুমার পাল বলেন, ‘আদালতের নথিপত্র পেয়েছি। দ্রুত তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৫ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৮ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৯ মিনিট আগে