Ajker Patrika

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ার: ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ার: ফুফু ও বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী কলাপাড়ায় পানিতে জোয়ারের পানিতে আটকে পড়া ফুপু ও বোনকে রক্ষা করতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। জোয়ারে পানির তোড়ে তলিয়ে যাওয়ার প্রায় ঘণ্টাখানেক পর তাঁর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। আজ রোববার দুপুরে ধূলাসর ইউনিয়নের কাউয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মো. শরীফ (২৪)। তিনি ওই এলাকার অনন্তপাড়ার আবদুর রহিমের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার দুপুরের দিকে সমুদ্রের পানিতে কাউয়ারচর এলাকা ৫ থেকে ৭ ফুট প্লাবিত ছিল। ওই এলাকায় শরীফের ফুপুর বাড়ি। সেখানে তাঁর বোনও ছিল। দুপুরে ১টার দিকে অনন্তপাড়া থেকে শরীফ তাঁর বড় ভাই ও ফুপাকে সঙ্গে নিয়ে বোন এবং ফুপুকে উদ্ধার করতে যান। এ সময় সাঁতার কেটে ফুপুর ঘরে যাওয়ার সময় পানির ঢেউয়ে তলিয়ে যান শরীফ। পরে এক ঘণ্টা পর ওই স্থান থেকে শরীফের লাশ উদ্ধার করে স্থানীয়রা। 

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

ছাত্রদলের দাবির মুখে রাকসু ভোট পিছিয়ে ১৬ অক্টোবর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত