Ajker Patrika

পটুয়াখালীতে প্রায় ২৭ হাজার ক্যান অবৈধ চীনা বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে প্রায় ২৭ হাজার ক্যান অবৈধ চীনা বিয়ার জব্দ, গ্রেপ্তার ৩

পটুয়াখালীর কলাপাড়ায় ২৬ হাজার ৮৮০ ক্যান আমদানি নিষিদ্ধ চীনা বিয়ার জব্দ করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার ভোরে পটুয়াখালী টোল প্লাজায় একটি কাভার্ড ভ্যানে এসব বিয়ার পাওয়া যায়। 

এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন—বাসিরুল ইসলাম (২৮), মেহেদী হাসান রাব্বি (২৩) ও রুবেল মুন্সী (২৭)। বাসিরুল ও মেহেদী পটুয়াখালী তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান ওরিয়েন্টাল পার্লে কর্মরত। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পটুয়াখালী টোল প্লাজা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে। প্রতিটি ক্যান ৩৩০ এমএল ওজনের মোট ৮ হাজার ৮৭০ লিটার বিয়ার জব্দ করা হয়। এর বাজারমূল্য ২ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা। 

জব্দ করা বিয়ার। ছবি: আজকের পত্রিকা ধারণা করা হচ্ছে, চীন থেকে নৌপথে এসব বিয়ার পায়রা বন্দর হয়ে কলাপাড়ায় আসে। এখান থেকে ঢাকায় পাচারকালে তা জব্দ করা হয়। বরিশাল বিভাগে জব্দ করা অবৈধ বিয়ারের এটাই সবচেয়ে বড় চালান। 

পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত