কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। আজ রোববার সকালে ইউনিয়নের কৃষকদের আয়োজনে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কৃষকেরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের লিজ বাতিল করে কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষিকাজে সহযোগিতা করতে হবে। এই ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়।
তাঁরা আরও বলেন, খালের লিজ বাতিল করা না হলে, বাঁধের কারণে কৃষিকাজ ব্যাহত হবে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরেজমিন তদন্ত করে খালের লিজ বাতিল করে কৃষিকাজে কৃষকদের সহযোগিতার অনুরোধ তাঁদের।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতির সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আলাউদ্দিন শিকদার, ইমন আল আহসান প্রমুখ।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘বিষয়টি জেনেছি। কৃষকের কল্যাণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সোনার বাংলা নামে স্থানীয় একটি মৎস্য সমবায় সমিতি গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে খালটি বন্দোবস্ত নেয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে তারা মাছ চাষের জন্য জাল দিয়ে বেড়া নির্মাণ করলে কৃষকের চাষের জমি থেকে পানি নামতে বিঘ্ন ঘটে। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে বেড়া অপসারণ করা হয়।
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকেরা। আজ রোববার সকালে ইউনিয়নের কৃষকদের আয়োজনে পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নিয়ে কৃষকেরা বলেন, পাখিমারা খালসহ ইউনিয়নের সব খালের লিজ বাতিল করে কৃষকের নিয়ন্ত্রণে দিয়ে কৃষিকাজে সহযোগিতা করতে হবে। এই ইউনিয়নের কৃষি দিয়ে উপজেলার কৃষি চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলার বিভিন্ন সবজির চাহিদা মেটানো হয়।
তাঁরা আরও বলেন, খালের লিজ বাতিল করা না হলে, বাঁধের কারণে কৃষিকাজ ব্যাহত হবে। তাই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরেজমিন তদন্ত করে খালের লিজ বাতিল করে কৃষিকাজে কৃষকদের সহযোগিতার অনুরোধ তাঁদের।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন আদর্শ কৃষক সমিতির সভাপতি জাকির গাজী, সাংগঠনিক সম্পাদক সুলতান গাজী, আলাউদ্দিন শিকদার, ইমন আল আহসান প্রমুখ।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, ‘বিষয়টি জেনেছি। কৃষকের কল্যাণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, সোনার বাংলা নামে স্থানীয় একটি মৎস্য সমবায় সমিতি গত বছরের এপ্রিলে তিন বছরের জন্য জেলা প্রশাসকের (ডিসি) কাছ থেকে খালটি বন্দোবস্ত নেয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে তারা মাছ চাষের জন্য জাল দিয়ে বেড়া নির্মাণ করলে কৃষকের চাষের জমি থেকে পানি নামতে বিঘ্ন ঘটে। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে বেড়া অপসারণ করা হয়।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩ ঘণ্টা আগে